সোমবারের প্রথম দফায় রেকর্ড গড়ল আইটিসির শেয়ার। ৪ জুলাই ২০২২-এ গত ৩ বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছলো সংস্থার শেয়ার। বিএসই-তে ৪ জুলাই ২৯৩ টাকার স্তরে পৌঁছে যায় ITC-র শেয়ার।
২০১৯ সালের পর থেকে আইটিসি-র শেয়ারে এমন উত্থান দেখেনি বাজার। মাত্র ২টি সেশনেই ৭% বেড়ে যায় সংস্থার শেয়ার।
তবে এটা যে আকস্মিক, তা কিন্তু নয়। চলতি বছর সময়টা বেশ ভালোই যাচ্ছে আইটিসির বিনিয়োগকারীদের। ২০২২ সালের ৩ জানুয়ারি ITC-র শেয়ারের দাম ২১৯.১০ টাকা করে ছিল। এদিকে ৫ জুলাই ২০২২ পর্যন্ত সেটা বেড়ে ২৮৯.৯০ টাকা(বেলা ১১টা নাগাদ) হয়ে গিয়েছে। অর্থাত্ ২০২২ সালেই প্রায় ৩২% রিটার্ন দিয়েছে আইটিসি-র শেয়ার।
বিশ্লেষণ: এভাবে ITC-র শেয়ারের বৃদ্ধির কারণ কী?
সাম্প্রতিক কয়েক বছরে সিগারেটের উপর কর একটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে। এর ফলে আইটিসি-র সিগারেটের ব্যবসায় চাহিদার সেভাবে ব্যাঘাত ঘটছে না। তাছাড়া করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে বিক্রিবাটাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
জানুয়ারী-মার্চ ২০২২ ত্রৈমাসিকে (Q4FY22), ITC-র সিগারেটের বিক্রিই প্রায় ৯% বৃদ্ধি পেয়েছে। বিক্রি প্রাক-মহামারী স্তরকেও ছাড়িয়ে গিয়েছে। এটুকু সময়ে এতটা উন্নতির সুপ্রভাব পড়ছে শেয়ারে।
তাছাড়া আইটিসির বিভিন্ন ফুড প্রোডাক্টসের বিক্রিবাটাও ভালোই হচ্ছে। সংস্থার অনেক ব্র্যান্ড, প্রোডাক্টসের পোর্টফোলিও রয়েছে।
গোল্ড ফ্লেক সিগারেট আইটিসি-র অধীনস্থ।
বিশ্লেষকদের ধারণা, আগামিদিনেও এই প্রবণতা অব্যাহত থাকবে।
এখন আইটিসি-র শেয়ার কেনা উচিত্?
আর্থিক পরামর্শদাতা সংস্থা মোতিলাল ওসওয়াল ফিন্যান্সিয়ালের মতে, আপাতত এই শেয়ারে 'Buy' রেটিং থাকছে। অদূর ভবিষ্যতে ৩৩৫ টাকার টার্গেট প্রাইস রেখে এটি কেনা যেতে পারে।
শেয়ার বাজার সংক্রান্ত পরামর্শ স্বাধীন বিশেষজ্ঞদের দেওয়া। সম্পাদকের নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিসম্পন্ন। বিনিয়োগের আগে সমস্ত দিক অবশ্যই পর্যালোচনা করে নিন।