‘বিশ্বের সবথেকে কম দামের করোনাভাইরাস পরীক্ষার কিট’ তৈরি করল আইআইটি দিল্লি। বুধবার সেই আরটি-পিসিআর নির্ভর করোনা নির্ণয়ের কিট সামনে আনল কেন্দ্রীয় মানসম্পদ ও উন্নয়ন মন্ত্রক।
মঙ্গলবার রাতেই টুইটারে মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ জানিয়েছিলেন, আইআইটি দিল্লির গবেষণাগারে তৈরি বিশ্বের সবথেকে কম মূল্যের ‘প্রোব ফ্রি’ আরটি-পিসিআর কিট বুধবার সামনে আনবেন তিনি। উপস্থিত থাকবেন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় ধোতরে। সেই কিটের নাম দেওয়া হয়েছে Corosure।
সেইমতো বুধবার নয়া কিট সামনে আনেন পোখরিয়াল এবং সেটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে কিট তৈরির জন্য আইআইটি দিল্লির বিশেষজ্ঞদের ভূয়সী প্রশংসা করেন তিনি। বিকল্প প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা করে সেই কিট এবং নিউটেক মেডিক্যাল নামে একটি সংস্থা বাজারে আনছে।
বুধবারের অনুষ্ঠানে Corosure-এর ম্যানেজিং ডিরেক্টর যতীন গোয়েল জানান, পুরো কিটের দাম পড়বে ৬৫০ টাকার মতো। তাঁর কথায়, ‘অন্যান্য দেশ থেকে যে কিট আনা হচ্ছে, তার তুলনায় এটা অবশ্যই অনেক সস্তা।’
বিষয়টি নিয়ে আইআইটি দিল্লির অধিকর্তা ভি রামগোপাল রাও বলেন, ‘এটা দেশে করোনা পরীক্ষার ধরন পালটে দিতে পারে। আইআইটি দিল্লির প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত কম দামে প্রতি মাসে ২০ লাখ পরীক্ষা করতে পারে নিউটেক মেডিক্যাল। এটা গবেষণাগার থেকে বাজারে যাওয়ার প্রকৃত উদাহরণ।’