স্বাধীনতা দিবসে নজির তৈরি করল জম্মু ও কাশ্মীর পুলিশ। ৭৫ তম স্বাধীনতা দিবসে সর্বাধিক ২৫৭ জন আধিকারিক বীরত্বের জন্য পদক পেলেন। পাশাপাশি এই প্রথমবার একসঙ্গে অশোক চক্র, কীর্তি চক্র এবং শৌর্য চক্র পেল জম্মু ও কাশ্মীর পুলিশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তালিকা অনুযায়ী, এবার শান্তিকালীন বীরত্বের সর্বোচ্চ পুরস্কার অশোক চক্র পেয়েছেন অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর বাবুরাম (মরণোত্তর)। যিনি জম্মু ও কাশ্মীরের পুলিশের বিচ্ছিন্নতাবাদ-দমন শাখায় কর্মরত ছিলেন। শীর্ষ জঙ্গিনেতাদের খতম করা হয়েছে, এমন একাধিক অভিযানে অংশগ্রহণ নিয়েছিলেন। সবমিলিয়ে তিনি যে ১৪ টি সন্ত্রাস-বিরোধী অভিযানে ছিলেন, তাতে ২৮ জন জঙ্গিকে খতম করা হয়েছিল। গত বছর ২৯ অগস্ট পান্থা চকের তেমনই একটি অভিযানে মৃত্যু হয় তাঁর। সেদিন নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল জঙ্গিরা। তারপরই পুরো এলাকা ঘিরে ফেলেছিল নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে এক কমান্ডার-সহ লস্কর-ই-তইবার তিন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। কিন্তু মারা যান অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর বাবুরামও।
তাঁরই মতো বীরত্বের জন্য মরণোত্তর কীর্তি চক্র পেয়েছেন কনস্টেবল আলতাফ হুসেন ভাট। এক ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। গত বছর ৬ অক্টোবর ওই ব্যক্তির উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। রুখে দাঁড়িয়েছিলেন আলতাফ। তাঁর জন্য বেঁচে যান ওই ব্যক্তি। কিন্তু তাঁর শরীরে গুলি লেগেছিল। তার জেরে মৃত্যু হয় শ্রীনগরের রথপোরার বাসিন্দার।
অন্যদিকে শৌর্য চক্র পেয়েছেন শাহবাজ আহমেদ। জম্মু ও কাশ্মীর পুলিশে বিশেষ পুলিশ অফিসার হিসেবে কর্মরত থাকার সময় তাঁর মৃত্যু হয়েছিল। গত বছর ২১ অক্টোবর জঙ্গিদের লুকিযে থাকার বিষয়ে খ্রিউ থানার হাতে নির্দিষ্ট তথ্য আসে। সেই গোপন খবরের ভিত্তিতে অভিযান শুরু হয়েছিল। অভিযানের সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেছিল জঙ্গিরা। পালটা জবাব দিয়েছিল নিরাপত্তা বাহিনী। দু'দিনের গুলির লড়াইয়ে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। তবে মৃত্যু হয শাহবাজের।
সবমিলিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন প্রান্তের ৬৩০ নিরাপত্তা আধিকারিককে বীরত্বের পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সন্ত্রাস-দমন অভিযান এবং আইন-শৃঙ্খলাজনিত অভিযানের জন্য জম্মু ও কাশ্মীর পুলিশের সর্বাধিক ২৫৭ জন বীরত্বের পুরস্কার পেয়েছেন। সেজন্য বাহিনীকে অভিনন্দন জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং। তিনি বলেন, 'জম্মু ও কাশ্মীর পুলিশের অফিসার এবং আধিকারিকরা বীরত্ব এবং আত্মবলিদানের জন্য যোগ্য সম্মান পেয়েছেন।'