বাংলা নিউজ > ঘরে বাইরে > Jawhar Sircar's Anti Brahmin Tweet: ব্রাহ্মণ বিরোধী টুইট করে তোপের মুখে তৃণমূল সাংসদ জহওর সরকার, পরে মুছলেন পোস্ট

Jawhar Sircar's Anti Brahmin Tweet: ব্রাহ্মণ বিরোধী টুইট করে তোপের মুখে তৃণমূল সাংসদ জহওর সরকার, পরে মুছলেন পোস্ট

প্রাক্তন প্রসার ভারতীর অধিকর্তা জহর সরকার। ছবি সৌজন্য–এএনআই।

ইতিহাসবিদ তথা লেখক বিক্রম সম্পতকে উদ্ধৃত করে রাজনৈতিক বিশ্লেষক আনন্দ রঙ্গনাথন একটি টুইট করেছিলেন। রঙ্গনাথনের সেই টুইটের জবাবে ব্রাহ্মণ বিরোধী পোস্ট করেছিলেন জওহর সরকার।

ব্রাহ্মণদের বিরুদ্ধে কড়া ভাষায় টুইট করে তোপের মুখে পড়লেন তৃণমূল সাংসদ তথা প্রসার ভারতীর প্রাক্তন সিইও জওহর সরকার। পরে সেই টুইট বার্তা মুছে দেন প্রাক্তন আইএএস অফিসার। উল্লেখ্য, ইতিহাসবিদ তথা লেখক বিক্রম সম্পতকে উদ্ধৃত করে রাজনৈতিক বিশ্লেষক আনন্দ রঙ্গনাথন একটি টুইট করেছিলেন। রঙ্গনাথনের সেই টুইটের জবাবে ব্রাহ্মণ বিরোধী বক্তব্য পেশ করেছিলেন জওহর সরকার।

প্রসঙ্গত, বিক্রম সম্পতকে উদ্ধৃত করে রঙ্গনাথন টুইট করে লেখেন, ‘ইসলামিক বিজয় ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী পর্ব। এর ফলে ৮০ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল এবং ২.৫ মিলিয়ন নারীর নিলাম করা হয়েছিল। খিলজির নামে নালন্দার কাছে একটি রেলওয়ে স্টেশনের নামকরণ করা সেই প্রেক্ষিতে বিদ্রূপাত্মক। তিনি নিজে নালন্দাকে পুড়িয়েছিলেন।’

এই টুইটের জবাবে জওহর সরকার ব্রাহ্মণ বিরোধী মত প্রকাশ করে টুইট করেন, ‘এই দুর্বৃত্ত এবং জিনগতভাবে উদ্ধত ব্রাহ্মণদের সুস্থ করে তুলতে পারেনি শিক্ষাও। এই এক শতাংশ বর্ণবাদী সুবিধাভোগীদের কারণে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষের বীজ বপণ করছে ৯৯ শতাংশ ভারতীয়র মধ্যে। ইসলামফোবিয়ায় বিষা ছড়ানো হচ্ছে! বৌদ্ধ স্থাপত্যের ধ্বংস নিশ্চিত করেছিল কে? ব্রাহ্মণ্য শাসক।’

পরে জওহরের সেই টুইটের জবাবে বিক্রম সম্পত নিজে পোস্ট করে লেখেন, ‘কল্পনা করা যায় না যে এই বর্ণবাদী ব্যক্তি একসময় আমাদের সংস্কৃতি মন্ত্রালয় এবং প্রসার ভারতীর হয়ে কাজ করতেন। তাঁর বিষাক্ত দৃষ্টিভঙ্গির থেকেই এটা পরিষ্কার যে কেন আমাদের সিভিল সার্ভিসের সংস্কার প্রয়োজন। সৌভাগ্যবশত তাঁর মতো মানুষ এখন ইতিহাসের ডাস্টবিনে!’

বন্ধ করুন