যুদ্ধে বিধ্বস্ত গাজা। ইজরায়েল বনাম হামাসের সংঘর্ষের মাঝে রোজ নতুন নতুন মৃত্যুর খবর আসছে। কেউ সর্বহারা, কেউ খুঁজে চলেছেন পরিবারের চিহ্ন টুকুকে। বারুদের গন্ধ, প্রত্যাশা, রক্তের মাঝে গাজা। এই পরিস্থিতিতে, হামাসের হাতে পণবন্দিদের মধ্যে কয়েকজন ইজরায়েলিদের মুক্তি নিয়ে চলছে আলোচনা। এদিকে, সদ্য নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে গাজায় সংঘর্ষ বিরতি নিয়ে আশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলছেন, তাঁর আশা আগামী সপ্তাহের প্রথমের দিকেই গাজায় সংঘর্ষ বিরতি চুক্তি হবে। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গাজা যুদ্ধ নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁকে প্রশ্ন করা হয় যে গাজায় সংঘর্ষ বিরতি কবে নাগাদ হতে পারে? ততক্ষণে ওই অনুষ্ঠানে বাইডেনের হাতে ছিল আইসক্রিম কোন। কোন ভরা আইসক্রিম হাতে নিয়ে বাইডেন জবাব দেন, ‘আশা করছি পরের সোমবারের মধ্যে সংঘর্ষ বিরতি হবে।’ এই প্রসঙ্গে আরও খানিকক্ষণ কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার আমাকে জানিয়েছেন আমরা খুব কাছাকাছি রয়েছি। এটা এখনও হয়ে যায়নি। আর আমার আসা পরের সোমবারের (৪ মার্চ) মধ্যে, আমাদের সংঘর্ষ বিরতি হবে।’ নিউ ইয়র্কে 'লেট নাইট উইথ সেথ মেয়র্স' এর দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য আসে বাইডেনের তরফে।
মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে এই আশার বার্তা আসার পরই বিশ্ব জুড়ে বেশ জল্পনা তৈরি হয়েছে গাজা যুদ্ধ নিয়ে। ক্রমাগত একের পর এক শোকবার্তা উঠে আসছে গাজা থেকে। এদিকে, ইজরায়েলি পণবন্দিদের পরিবারে আশা-হতাশার দোলাচল চলছে। সব মিলিয়ে গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলে হামাসের হামলা ও পরে পাল্টা ইজরায়েলের হামলা ঘিরে তপ্ত মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে মার্কিনি প্রভাব বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ। এদিকে, তারই মাঝে কয়েক দিন আগে, মার্কিন প্রেসিডেন্ট গুলিয়ে ফেলেছিলেন হামাসের নাম। এক অনুষ্ঠানে গাজা যুদ্ধ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কিছুতেই হামাসের নাম মনে করতে পারছিলেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁকে বস্তুত দেখা যায় বেশ খানিকটা চিন্তায় মগ্ন। তিনি বিপাকে পড়ে গিয়ে বারবার নামটি মনে করতে চান। হামাসের নাম মনে করতে গিয়ে একবার বলে ফেলেন, ‘বিরোধী’ দের তরফে প্রত্যুত্তর। পরে বলেন, ‘মানে হামাসের তরফে..' । এই অবস্থায় বাইডেনের সদ্য আসা মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।