বাংলা নিউজ > ঘরে বাইরে > Kashmir: কাশ্মীরে ভয়াবহ জঙ্গিহানা, গাড়ি থেকে নেমেই গুলিবৃষ্টি, ২জনের মৃত্যু

Kashmir: কাশ্মীরে ভয়াবহ জঙ্গিহানা, গাড়ি থেকে নেমেই গুলিবৃষ্টি, ২জনের মৃত্যু

কাশ্মীরে সদা সতর্ক স্পেশাল অপারেশন গ্রুপ(PTI Photo) (PTI)

গত ২ ডিসেম্বর একটি ট্রাকের মধ্যে অস্ত্র সহ চারজন জঙ্গির দগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছিল। সুরক্ষা বাহিনীর সঙ্গে তাদের গুলি লড়াই হয়েছিল। পরে সেখান থেকে সাতটি একে ৪৭, একটি এম ৪ রাউফেল, তিনটি পিস্তল সহ আরও অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

রবি কৃষ্ণন খাজুরিয়া

কাশ্মীরের রাজৌরি জেলায় জঙ্গি হানার ভয়াবহ ঘটনা। অন্তত দুজন সিভিলিয়ান ও অন্য চারজনকে খুন করার অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের বিরুদ্ধে। মনে করা হচ্ছে এটি জঙ্গি হামলা। রবিবার সন্ধ্যায় রজৌরির আপার ডাংরি এলাকার ঘটনা।

অ্য়াডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মুকেশ সিং জানিয়েছেন,আপার ডাংরি গ্রামে গুলি চালনার ঘটনা হয়েছে। কাছাকাছি তিনটি বাড়িকে লক্ষ্য় করে গুলি চালানো হয়েছিল। অন্তত ৫০ মিটার দূরে ছিল ওই বাড়িগুলি। অন্তত দুজন সিভিলিয়ানের মৃত্যু হয়েছে এই গুলি চালনার ঘটনায়। আরও চারজন জখম হয়েছেন। এরপর এলাকায় তল্লাশি অভিযান চলছে পুরোদমে।

তিনি আগেই জানিয়েছিলেন, দুজন সশস্ত্র লোক গুলি চালিয়েছে। রাজৌরি শহর থেকে অন্তত ৭-৮ কিমি দূরে এই ঘটনা। তবে মৃত বা আহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঠিক কী হয়েছিল ঘটনাটি?

ঢাংরি গ্রামের রামমন্দিরের কাছে ভয়াবহ ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,কয়েকজন গাড়িতে চেপে এসেছিল। তাদের সঙ্গে বন্দুক ছিল। তারা গুলি চালাতে শুরু করে। এরপর তারা ওই গাড়িতে চেপেই পালায়। রাজৌরিতে সরকারি মেডিক্যাল কলেজে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, গুলি চালানোর একটা ঘটনা হয়েছে। তাতে অন্তত ৯-১০জন জখম হয়েছেন। পরে তাদের মধ্য়ে তিনজনের হাসপাতালে মৃত্য়ু হয়েছে। অন্যদের শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে। দুজনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে গত ২ ডিসেম্বর একটি ট্রাকের মধ্যে অস্ত্র সহ চারজন জঙ্গির দগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছিল। সুরক্ষা বাহিনীর সঙ্গে তাদের গুলি লড়াই হয়েছিল। পরে সেখান থেকে সাতটি একে ৪৭, একটি এম ৪ রাউফেল, তিনটি পিস্তল সহ আরও অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে ঘটনার আগে সুরক্ষা বাহিনীর নজরে এসেছিল যে ট্রাকটির মধ্য়ে সন্দেহজনক কেউ রয়েছে। চেকপোস্টে ট্রাকটি দাঁড় করানোর পরে চালক প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে এই অজুহাতে পালিয়ে যায়। এদিকে ট্রাকের ভেতর থেকে তখন গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

এরপরই সুরক্ষা বাহিনী ঘিরে ফেলে ট্রাকটিকে। পরে দেখা যায় ট্রাকের মধ্যে খড় বোঝাই করা রয়েছে। তার মধ্যেই গর্ত করে জঙ্গিরা লুকিয়ে ছিল। তাদের কাছে বিপুল অস্ত্র ছিল। সুরক্ষা বাহিনী তাদের চ্যালেঞ্জ করলে পালটা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তখনই গুলির লড়াই শুরু হয়ে যায় এলাকায়।

 

বন্ধ করুন