জোর করে বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরকরণের বিরুদ্ধে আইন থাকা দরকার। মতামত জানালেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার জলন্ধরে ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন তিনি। সেই আলোচনা সভায় একজন ব্যবসায়ী তাঁকে ধর্মান্তকরণ নিয়ে তাঁর অবস্থান জানতে চান। সেই প্রশ্নের উত্তরে অরবিন্দ কেজরিওয়াল বলেন, নিজেদের পছন্দ অনুসারে ধর্মাচারণ করার অধিকার সকলেরই রয়েছে। তবে জোর করে ভয় দেখিয়ে ধর্মান্তকরণ করা অথবা প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ একেবারেই ভুল। এক্ষেত্রে ধর্মান্তকরণ নিয়ে একটা আইন থাকা খুব দরকার। তবে কাউকে এনিয়ে অন্যায়ভাবে হয়রানি করাটা একেবারেই ঠিক নয়।
এদিকে জেলবন্দি প্রফেসর দাবিন্দরপাল ভূল্লারের প্রসঙ্গে তিনি বলেন, এটা খুব সংবেদনশীল বিষয়। এনিয়ে নোংরা রাজনীতির করার অভিযোগে শিরোমণি আকালি দলকে একহাত নেন তিনি। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, যখনই বিষয়টি আমি জানতে পারি তখনই সেনটেন্স রিভিউ বোর্ডের মিটিং ডাকার জন্য দিল্লির হোম সেক্রেটারিকে বলেছিলাম।
এদিকে কেজরিওয়াল পঞ্জাবের শহর এলাকার জন্য ১০টি কর্মসূচির কথা ঘোষণা করেন। পাশাপাশি ক্ষমতায় এলে কোনও নতুন কর আরোপ অথবা কর বৃদ্ধি করা হবে না বলেও জানিয়ে দেন কেজরিওয়াল। এদিকে আগামী ২০শে ফেব্রুয়ারি পঞ্জাবে প্রথম পর্যায়ের নির্বাচন। তার আগে নানা প্রতিশ্রুতির ডালি নিয়ে হাজির হলেন অরবিন্দ কেজরিওয়াল।