আজ দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। দেশের রাজধানীর পাশাপাশি বিভিন্ন রাজ্যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এই উপলক্ষে। এদিকে এরই মাঝে রাজনৈতিক চাপানউতোর চলছে মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র নিয়ে। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
নাক দিয়ে নেওয়া যাবে টিকা, iNCOVACC-র সূচনা করলেন স্বাস্থ্যমন্ত্রী
নাক দিয়ে নেওয়া যাবে টিকা, iNCOVACC-র সূচনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া।
রাজ্যপালের হাতেখড়ি নিয়ে মন্তব্য দিলীপের
দিলীপ ঘোষ বলেন, আমি শুনলাম রাজ্যপাল নাকি মুখ্যমন্ত্রীর কাছে নাকি হাতে খড়ি হবে। প্রথমেই যদি ভুল মাস্টারের হাত ধরে শেখেন তাহলে তো ভুল শিখবেন। সেজন্য ঠিকঠাক মাস্টার বেছে নেওয়াটা দরকার।
তাপস মণ্ডলের কাছ থেকে হিসেবের বিশদ চাইল ইডি
নিয়োগ দুর্নীতিতে ৩০ কোটির হিসাব পেতে তাপস মণ্ডলের কাছ থেকে হিসাবের বিশদ চাইল ইডি। কোন প্রার্থীর কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার তারিখ ধরে ধরে সম্পূর্ণ ‘ব্রেক আপ’ দিতে বলা হয়েছে তাপস মণ্ডলকে।
কনোসিটি থানার ব্যারাকে গুলি চলল, জখম এসআই
টেকনোসিটি থানার ব্যারাকে চলল গুলি। ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন সাব-ইন্সপেক্টর কৌশিক ঘোষ। তিনি বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
রেড রোডে উদযাপন প্রজাতন্ত্র দিবস, উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা
কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে। আজ ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। পুরো দেশের মতো কলকাতায় প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। রেড রোডে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মোদী
প্রধানমন্ত্রী মোদী দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ সৈন্যদের শ্রদ্ধা জানাতে পৌঁছলেন। সেখানে তাঁর সঙ্গে আছে তিন বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আগরায় সিটি স্টেশন রোডে ২০ থেকে ২৫টি বাড়ি ভেঙে পড়েছে
উত্তরপ্রদেশের আগরায় সিটি স্টেশন রোডে ২০ থেকে ২৫টি বাড়ি ভেঙে পড়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন। জানা গিয়েছে, খবর পেয়ে স্থানীয় কোতোয়ালি থানার পুলিশ, হরিপর্বত পুলিশ আর অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ সূত্র অনুযায়ী, ধর্মশালার বেসমেন্টে খোঁড়াখুঁড়ির কাজ চলছিল। সেই জন্যে বাড়িগুলি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
‘মুক্ত গণমাধ্যমকে সমর্থন করি’, বিবিসির ডকুমেন্টারি ব্লক করা নিয়ে মুখ খুলল আমেরিকা
মোদীকে নিয়ে বিবিসির তৈরি ডকুমেন্টারি ভারতে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘আমরা বিশ্বে মুক্ত গণমাধ্যমকে সমর্থন করি। মত প্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা গণতন্ত্রকে শক্তিশালী করে। এই নীতির গুরুত্ব তুলে ধরি আমরা। আমরা বিশ্বজুড়ে এই নীতি কার্যকরের ওপর জোর দিয়েছি। ভারতেও তুলে ধরেছি এই একই নীতি।’
স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের বাস্তবায়নে এগিয়ে যাব, বললেন মোদী
টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবারের অনুষ্ঠানটিও বিশেষ। কারণ, আমরা স্বাধীনতার অমৃত উৎসবের সময় এটি উদযাপন করছি। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।
তেরঙ্গা উত্তোলন তামিল রাজ্যপালের
মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের উপস্থিতিতে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি চেন্নাইয়ে ৭৪তম প্রজাতন্ত্র দিবসে তেরঙা উন্মোচন করেছেন।
ক্যানবেরায় হিন্দু মন্দিরে ভাঙচুরের নিন্দায় ভারতীয় হাইকমিশন
ক্যানবেরায় অবস্থিত ভারতের হাইকমিশনের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘কয়েক সপ্তাহ আগেই মেলবোর্নে ৩টি হিন্দু মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটে। এই গভীর উদ্বেগজনক ঘটনার তীব্র নিন্দা করছে ভারতীয় হাইকমিশন। এগুলি শান্তিপূর্ণ বহুত্ববাদে বিশ্বাসী ভারতীয়-অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও বিভেদের বীজ বপন করার প্রয়াস।’
জাতীয় পতাকা উত্তোলন তেলাঙ্গানার রাজ্যপালের
তেলাঙ্গানার রাজ্যপাল ড. তামিলিসাই সুন্দররাজন হায়দরাবাদে জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে।
তেরঙ্গা উত্তোলন গেহলটের
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রজাতন্ত্র দিবসে জয়পুরের সিএম হাউসে তেরঙ্গা উত্তোলন করেন আজ সকালে।
ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করার ঘোষণা আমেরিকা, জার্মানির
ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করার ঘোষণা করল আমেরিকা এবং জার্মানি। সেই ট্যাঙ্কগুলিকে গুঁড়িয়ে দেওয়ার পালটা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
‘চিন-ভারত সীমান্ত পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল’
‘চিন-ভারত সীমান্ত পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল’, দাবি চিনা বিদেশ প্রতিমন্ত্রী সান উইডংয়ের।