বাংলা নিউজ > ঘরে বাইরে > Lockdown 5.0: সম্ভাব্য করোনা হটস্পট হিসেবে চিহ্নিত ১৪৫ জেলা, ১৩ শহরে জারি থাকবে কঠোর নিয়ম

Lockdown 5.0: সম্ভাব্য করোনা হটস্পট হিসেবে চিহ্নিত ১৪৫ জেলা, ১৩ শহরে জারি থাকবে কঠোর নিয়ম

ধারাভিতে চলছে পরীক্ষা (ছবি সৌজন্য রয়টার্স)

দেশের সর্বাধিক করোনা কবলিত এলাকা থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরার কারণে আগামীদিনে পূর্ব ভারত করোনার বড়সড় হটস্পটে পরিণত হতে পারে।

ইতিমধ্যে শহরে করোনাভাইরাসের সংক্রমণে জর্জরিত কেন্দ্র। সেজন্য ভারতের ১৩ টি শহরেও আগামী সোমবার থেকে কঠোর বিধিনিষেধ জারি করার পথে হাঁটতে চলেছে নয়াদিল্লি। তারইমধ্যে কেন্দ্রের চিন্তা বাড়িয়েছে ১৪৫ টি জেলা। যেগুলির অধিকাংশ গ্রামীণ এলাকায়। উপযুক্ত পদক্ষেপ না করলে ওই জেলাগুলি আগামীদিনে হটস্পট হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।

চতুর্থ দফার লকডাউনের পরে দেশের শহরগুলির রূপরেখা নিয়ে ইঙ্গিত মিলেছে বৃহস্পতিবারের দুটি বৈঠকে। একটি বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। অন্যটির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

আধিকারিকদের ইঙ্গিত, দেশের চার মহানগরী-সহ ১৩ টি শহরে সেই কঠোর বিধিনিষেধ জারি থাকতে পারে। সেগুলি হল - কলকাতা ও সংলগ্ন হাওড়া, মুম্বই, চেন্নাই, দিল্লি, আমদাবাদ, পুণে, থানে.হায়দরাবাদ, ইন্দোর, জয়পুর, যোধপুর, চেঙ্গলপাত্তু এবং তিরুভাল্লুর।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শহুরে এলাকায় করোনা মোকাবিলা নিয়ে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সেখানে মূলত ঝুঁকির মাত্রা, সংক্রমণের হার, মৃত্যু হার, আক্রান্তের সংখ্যআ দ্বিগুণ হওয়ার হার, প্রতি ১০ লাখ মানুষ পিছু নমুনা পরীক্ষার মতো বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে। আগের মতোই কনটেনমেন্ট জোনে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি, সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা, নমুনা পরীক্ষার প্রোটোকোলের মতো কৌশলের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।

একইসঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে উদ্বেগ প্রকাশ করে ক্যাবিনেট সচিব জানিয়েছেন, দেশের সর্বাধিক করোনা কবলিত এলাকা থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরার কারণে আগামীদিনে পূর্ব ভারত করোনার বড়সড় হটস্পটে পরিণত হতে পারে। তাঁর বক্তব্য, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা-সহ ১২ টি রাজ্যে প্রাথমিকভাবে করোনা আক্রান্তের সংখ্যা তেমন বেশি ছিল না। কিন্তু গত ২৫ মে পর্যন্ত তিন সপ্তাহে আক্রান্তের সংখ্যা হুড়মুড়িয়ে বেড়েছে। মণিপুর ও ত্রিপুরার মতো রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, আপাতত দেশে অধিকাংশ করোনা আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাত, রাজস্থান এবং মধ্যপ্রদেশ থেকে। গত ১৩ মে পর্যন্ত ভারতে আক্রান্তের ৭৫,০০০-র আশপাশে থাকলেও পরের ১৪ দিনে সংক্রমণের হার বেড়েছে। মন্ত্রকের কর্তাদের বক্তব্য, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশার মতো রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের হার বেড়েছে।

নাম গোপন রাখার শর্তে এক আধিকারিক বলেন, 'প্রাথমিকভাবে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, গুজরাতের মতো করোনা হটস্পট এলাকা থেকে ফেরার ফলে পূর্ব ভারতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। পরিযায়ী শ্রমিকদের ভিড় থাকায় রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে সঠিকভাবে স্ক্রিনিং হচ্ছে না। ফলে অনেকেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে সংক্রমণ নিয়ে যাচ্ছেন।'

তাই বাড়তি সতর্কতা হিসেবে ১৪৫ টি জেলা বেছে নিয়েছে কেন্দ্র। তার মধ্যে অধিকাংশ আবার গ্রামীণ এলাকায়। যা কেন্দ্রের উদ্বেগ বহুগুণে বাড়িয়েছে। কারণ এতদিন শহরগুলিতেই বেশিরভাগ সংক্রমণ সীমাবদ্ধ ছিল। সে কথা মাথায় রেখে রাজ্য সরকারগুলিকে সেইসব জেলায় সংক্রমণ রোধে 'সক্রিয়ভাবে' কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করোনার উৎসস্থলের সংখ্যা বেড়ে না যায়। 

বৈঠকে যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, সেই অনুযায়ী, ওই জেলাগুলিতে ২,১৪৭ টি সক্রিয় কেস রয়েছে। যা দেশের ২.৫ শতাংশ। তার মধ্যে যে ২৬ টি জেলায় ২০-র বেশি সক্রিয় কেস রয়েছে, সেগুলির অধিকাংশ অসম, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে রয়েছে।

পরবর্তী খবর

Latest News

বুমরাহ-হার্দিক নেই, দুই সুপারস্টারকে ছাড়া CSK-র বিরুদ্ধে কাদের মাঠে নামাবে MI? ইদে ফেরা হল না, বন্ধুকে নিয়ে বাড়ির পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু ৩ যুবকের ছুটি নিয়ে নয়, ডিউটি সামলেই ড্যান্স বাংলা ড্যান্সে লেডি কনস্টেবল! বললেন ‘এটাই…’ পাক বোলারদের ছাতু করে ২০০-২৫০ স্ট্রাইকরেটে ব্যাটিং কিউয়িদের,অ্যালেনের বিশেষ নজির মানুষ ‘বন্ধু’ হাঙরের মুখে! বিপদের আঁচ পেয়েই ছুটে এল দুই তিমি, Viral Video ঢাকায় ঘুরল খেলা! সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে উলটো দাবি হাসনাতের বেস্ট ফ্রেন্ডের 'আমাদের কেউ মনে রাখবে না...', কী কারণে মন খারাপ আমিরের? এমন কী হল তাঁর? সমবায় নির্বাচনে তৃণমূলে - তৃণমূলে নারদ নারদ, শেষে জয়ী বিক্ষুব্ধরা বন্ধুর প্রাক্তনকে বিয়ে নিয়ে বিতর্ক, শুভ্রজিতের জন্মদিনে কী বার্তা প্রিয়াঙ্কার প্যান কার্ডের বয়স কত? এই আপডেটটি করা আছে তো? বাড়ি বসেই অনলাইনে করে নিতে পারেন

IPL 2025 News in Bangla

বুমরাহ-হার্দিক নেই, দুই সুপারস্টারকে ছাড়া CSK-র বিরুদ্ধে কাদের মাঠে নামাবে MI? Video-‘বিরাটের থেকে শেখার আছে’ বললেন কার্তিক! ম্যাচের টার্নিং পয়েন্ট বাছলেন সল্ট এখনই ধোনির শেষ দেখছেন না রুতুরাজ! প্রশংসা করে বলছেন, ‘সচিন পারলে, ধোনিও পারবে…’ তিন বিদেশির দখলে ছিল রেকর্ড, IPL-এ প্রথম ভারতীয় হিসেবে বিরাট নজির রাহানের MI vs CSK- ভারতীয় দলে তিলকের জন্য ব্যাটিং পজিশন ছেড়েছেন! IPLএও কি আত্মত্যাগ? ‘SAR’ লেখা গ্লাভস পরে IPL 2025-এর সব ম্যাচ খেলবেন রোহিত শর্মা, জানেন এর মানে কী? IPL-এ আজ ধোনি বনাম রোহিতের দ্বৈরথ,কোন চ্যানেলে ও মোবাইলে কীভাবে দেখবেন ২টি ম্যাচ KKR vs RCB: ইডেনের নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে কোহলিকে প্রণাম নাছোড় ভক্তের- ভিডিয়ো IPL 2025- KKR vs RCB ম্যাচ দেখতে ইডেনে হাজির মোহনবাগান ফুটবলাররা! সঙ্গী কর্ণধার KKR বধ করে নিজের স্ট্র্যাটেজি ফাঁস ক্রুণালের! বললেন, ‘সব অস্ত্র সময় মতো বের…’

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.