বাংলা নিউজ > ঘরে বাইরে > Lok Sabha Speaker Om Birla: ‘সংসদে কারও জাত-ধর্মের উল্লেখ করবেন না’, সাংসদকে বললেন লোকসভা স্পিকার ওম বিড়লা

Lok Sabha Speaker Om Birla: ‘সংসদে কারও জাত-ধর্মের উল্লেখ করবেন না’, সাংসদকে বললেন লোকসভা স্পিকার ওম বিড়লা

লোকসভা স্পিকার ওম বিড়লা  (ANI)

তেলাঙ্গানার কংগ্রেস সাংসদ এআর রেড্ডি অভিযোগ করেন, তাঁর দুর্বল হিন্দির উল্লেখ করে অর্থমন্ত্রী তাঁর নীচু বর্ণকে বোঝাতে চেয়েছেন। এরপরই সাংসদকে সতর্ক করেন স্পিকার।

সংসদে কারও জাত বা ধর্ম উল্লেখ করা উতিৎ নয় বলে সাংসদদের সতর্ক করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। উল্লেখ্য, গতকাল ভারতীয় মুদ্রার মূল্য পতন নিয়ে একটি প্রশ্ন করেছিলেন তেলাঙ্গানার কংগ্রেস সাংসদ এআর রেড্ডি। কংগ্রেসের সাংসদের প্রশ্নের জবাব দেওয়ার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘সাংসদের দুর্বল হিন্দিতে করা প্রশ্নের জবাব আমি আমার দুর্বল হিন্দিতে দেওয়ার চেষ্টা করব।’ এর প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, তাঁর দুর্বল হিন্দির উল্লেখ করে অর্থমন্ত্রী তাঁর নীচু বর্ণকে বোঝাতে চেয়েছেন। এরপরই স্পিকার বলেন, ‘এখানে কেউ কখনও এই জাতীয় শব্দ ব্যবহার করবেন না। অন্যথায়, আমাকে সাংসদদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।’

এদিকে নিজের বক্তব্যের মাঝে স্পিকারকে বাধা দিতে বারণ করেন রেড্ডি। এতে ক্ষুব্ধ হন স্পিকার। স্পিকারকে কংগ্রেস সাংসদ বলেন, ‘স্যার, আপনি বাধা দিতে পারেন না।’ এরপরই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে স্পিকার ওম বিড়লা নির্দেশ দেন, দলের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের বিষয়টি বোঝান। অধীর চৌধুরীকে স্পিকার বলেন, ‘আপনি সংসদে দলের নেতা। সদস্যদের বোঝান যে, তাঁরা যেন ভবিষ্যতে স্পিকারের বিরুদ্ধে কোনও মন্তব্য না করেন। এটা যেন কেউ না বলেন, স্পিকার বাধা দিতে পারেন না। আমি কি বলেছি আপনি বুঝতে পারছেন?’

এদিকে কংগ্রেস সাংসদের প্রশ্নের জবাবে নির্মলা বলেন, ‘কংগ্রেস সাংসদের নিজের দলের শাসনকালের অর্থনৈতিক সূচকের উল্লেখ করা উচিত ছিল। কংগ্রেস জমানায় অর্থনীতি অবশ্যই আইসিইউতে ছিল। ভারতকে দুর্বলতম অর্থনীতির পাঁচটি দেশের তালিকায় রাখা হয়েছিল। আজ কোভিড অতিমারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত এগিয়ে চলেছে। এটি অত্যন্ত গর্বের বিষয়। কিন্তু, কংগ্রেস এটা নিয়ে মজা করছে। আমাদের অর্থনীতি যখন ভালো চলছে, তখন হিংসার বশবর্তী হয়ে এমন কথা বলাটা দুঃখজনক।’

বন্ধ করুন