বাংলা নিউজ > ঘরে বাইরে > অনলাইন গেমিংয়ের বিজ্ঞাপন করে বিতর্কে সচিন, আইনি নোটিশ পাঠাবেন বিধায়ক

অনলাইন গেমিংয়ের বিজ্ঞাপন করে বিতর্কে সচিন, আইনি নোটিশ পাঠাবেন বিধায়ক

সচিন তেন্ডুলকর।

এই ধরনের অ্যাপগুলি তরুণ সমাজের মধ্যে আসক্তি বাড়াচ্ছে। এরফলে তারা শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই নয়, ভবিষ্যৎ প্রজন্ম পিছিয়ে যাচ্ছে। এর আগে সচিনকে এই ধরনের অ্যাপের বিজ্ঞাপনে প্রচার থেকে দূরে থাকার আবেদন জানিয়েছিলেন কাদু।

মহারাষ্ট্রে অনলাইন গেমের বিরোধিতা বাড়ছে। এবার একটি অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ওই গেমিং অ্যাপের বিজ্ঞাপন করার জন্য সচিন তেন্ডুলকরের সমালোচনা করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাচ্চু কাদু। এবার এনিয়ে সচিনকে আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দিলেন এই নির্দল বিধায়ক।

আরও পড়ুন: সচিনের দুই প্রিয় বন্ধু কারা? ভিডিয়ো দিয়ে তাঁদের কথা জানালেন সুপারস্টার

কাদুর দাবি, এই ধরনের অ্যাপগুলি তরুণ সমাজের মধ্যে আসক্তি বাড়াচ্ছে। এরফলে তারা শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই নয়, ভবিষ্যৎ প্রজন্ম পিছিয়ে যাচ্ছে। এর আগে সচিনকে এই ধরনের অ্যাপের বিজ্ঞাপনে প্রচার থেকে দূরে থাকার আবেদন জানিয়েছিলেন কাদু। তাঁর বক্তব্য, ‘ভারত রত্ন পাওয়া সচিনের ক্ষেত্রে এই ধরনের বিজ্ঞাপন করা একেবারেই উচিত নয়। বিজ্ঞাপন বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁকে আরও সতর্ক হওয়া উচিত। সচিন তেন্ডুলকর অসংখ্য ভক্ত রয়েছেন। অথচ তিনি পেটিএম ফাস্টের মতো জুয়া খেলার অ্যাপের বিজ্ঞাপন দিয়ে মোটেই ঠিক করছেন না। আমি সচিনকে অবিলম্বে বিজ্ঞাপন নিষিদ্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি।’ 

কাদু জানান, পেটিএম ফার্স্ট গেমের প্রচার প্রচারণা থেকে প্রত্যাহার করার জন্য তাঁর আবেদনের জবাব দেওয়ার জন্য তিনি সচিন তেন্ডুলকরকে সময় দিয়েছিলেন। তবে, এই বিষয়ে ক্রিকেটারের কাছ থেকে কোনও উত্তর না পাওয়ায় তাঁকে আইনি নোটিশ পাঠাতে বাধ্য হচ্ছেন। আজ আইনি নোটিশ পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন। একইসঙ্গে মহারাষ্ট্রে যাতে এই ধরনের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা জারি করা যায় সে বিষয়েও তিনি সরকারের কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করে একইভাবে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা শাহরুখ খান। অ্যান্টি-অনলাইন গেমিং অ্যাপস সংগঠনের সদস্যরা শাহরুখ খানের বাসভবন মান্নাতের বাইরে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা সেলিব্রিটিদের অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন না করার ওপর জোর দিয়েছে। তাদের বক্তব্য, এরফলে তরুণ প্রজন্ম ভুল পথে চালিত হবে।  

উল্লেখ্য, জাঙ্গলি রামি এবং জুপির মতো অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ। তারা এই ধরনের বিজ্ঞাপনে বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীদের বিরত থাকার আবেদন জানিয়েছেন। তাদের বক্তব্য প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীদের অনেক ভক্ত থাকে। ফলে তাঁদের বিজ্ঞাপন দেখে তরুণ প্রজন্ম বিপদগামী হতে পারে । এতে সমাজের ক্ষতি হবে। 

 

পরবর্তী খবর

Latest News

খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.