বাংলা নিউজ > ঘরে বাইরে > মহুয়ার নিশানায় '৫৬ ইঞ্চি'! কোভিড অতিমারির সময় ৪০ লাখ মৃত্যু, দাবি রাহুলের

মহুয়ার নিশানায় '৫৬ ইঞ্চি'! কোভিড অতিমারির সময় ৪০ লাখ মৃত্যু, দাবি রাহুলের

কোভিড মৃত্যুর পরিসংখ্যান নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ফাইল ছবি (ANI Photo/Sansad TV) (ANI)

টুইট করে মহুয়া মৈত্র লিখেছেন, ‘মিথ্যা কথা বলে, তথ্যকে চেপে গিয়ে সত্যকে থামিয়ে রাখা যায় না।

কোভিডে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে ডাহা মিথ্যে কথা বলছে কেন্দ্র। রবিবার এনিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রধানমন্ত্রীকে সরাসরি বিঁধলেন মহুয়া মৈত্র। এদিকে নিউ ইয়র্ক টাইমসে একটি খবর প্রকাশিত হয়েছিল। যেখানে বলা হচ্ছে কোভিডে মৃত্যু নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার যে পরিসংখ্যান তা ভারত সরকারের হিসাবের তুলনায় অনেকটাই বেশি। এবার এনিয়ে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরলেন তৃণমূল সাংসদ।

টুইট করে তিনি লিখেছেন, ‘মিথ্যা কথা বলে, তথ্যকে চেপে গিয়ে সত্যকে থামিয়ে রাখা যায় না। ভারতের সরকারি হিসাবে কোভিডে মৃত্যু ৫.২ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে এটি ৮ গুণ বেশি। বাস্তবের মুখোমুখি হোন ও শিক্ষা নিন। ৫৬ ইঞ্চি ৫৬ লাখকে ঢেকে রাখতে পারবেন না।’

 

তবে হু যে পদ্ধতিতে ভারতের কোভিডে মৃত্যুর হিসাব কষেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে সরকার। ভারতের মতো দেশে এই অঙ্ক মিলবে না বলেও দাবি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও এনিয়ে আপত্তি তোলা হয়েছে। এদিকে রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এনিয়ে তোপ দাগেন। তাঁর মতে, ‘ভারত সরকারের উদাসীনতায় ৪০ লাখ মানুষের অতিমারিতে মৃত্যু হয়েছে।’ মৃতের প্রতি পরিবারের জন্য ৪০ লাখ করে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি হিন্দিতে লিখেছেন, 'মোদীজী নিজেও সত্যি বলেন না, কাউকে বলতেও দেন না। কেউ অক্সিজেনের ঘাটতিতে মারা যাননি বলে তিনি এখনও মিথ্যে কথা বলছেন। কোভিডের সময় ৫ লাখ নয় ৪০ লাখ মানুষ মারা গিয়েছেন।'

 

বন্ধ করুন