বাংলা নিউজ > ঘরে বাইরে > নাগরিক বিলের প্রতিবাদে উত্তর পূর্বে ধর্মঘট, ব্যাহত জনজীবন

নাগরিক বিলের প্রতিবাদে উত্তর পূর্বে ধর্মঘট, ব্যাহত জনজীবন

নাগরিক সংশোধনী বিলের প্রতিবাদে ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটে মঙ্গলবার স্তব্ধ গুয়াহাটি।ছবি সৌজন্যে পিটিআই।

অসমের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে টায়ার পোড়ানো চলেছে। আপার অসমের কয়েক জায়গায় যানবাহন ভাঙচুরের খবরও পাওয়া গিয়েছে। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকান-বাজার ও ব্যবসায়ী সংস্থার দফতর, শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে পরীক্ষা। একাধিক জায়গায় রেল অবরোধ হয়েছে। মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশেও বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে।

বিতর্কিত নাগরিক সংশোধনী বিল নিয়ে উত্তাল উত্তর-পূর্বের রাজ্যগুলি। বিলের প্রতিবাদে নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গ্যানাইজেশনের (নেসো) ডাকা ১১ ঘণ্টার সাধারণ ধর্মঘট সমর্থন করেছে অধিকাংশ নাগরিক সমাজ সংগঠন এবং স্থানীয় সংগঠন।

ধর্মঘটের জেরে মঙ্গলবার সকাল পাঁচটা থেকে সাত রাজ্যজুড়ে ব্যাহত হচ্ছে জনজীবন। গুয়াহাটি-সহ অসমের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে টায়ার পোড়ানো চলেছে। আপার অসমের কয়েক জায়গায় যানবাহন ভাঙচুরের খবরও পাওয়া গিয়েছে। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকান-বাজার ও ব্যবসায়ী সংস্থার দফতর, শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে পরীক্ষা। একাধিক জায়গায় রেল অবরোধ করেছেন বিক্ষোভকারীরা।

বেশ কিছু জায়গায় প্রতিবাদীরা রাস্তায় মিছিল করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের সমালোচনা করে স্লোগান দিয়েছেন। তাঁদের রোষ থেকে বাদ পড়েননি হেভিওয়েট মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি সরকারও।

সোমবার সোনোওয়াল টুইট করেন, ‘বোঝা উচিত যে সিএবি শুধুমাত্র অসম নয়, গোটা ভারতের জন্যই প্রযোজ্য। কিন্তু বিরোধীদের একাংশ ভুল বোঝাচ্ছে যে এর জেরে ফের শুধুমাত্র অসমকেই অবৈধ অনুপ্রবেশকারীদের বোঝা বইতে হবে।’

উল্লেখ্য, এ দিনই অসমে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে ছয় বছরব্যাপী বিক্ষোভে ৮৫৫ জন শহিদের স্মৃতিতে শহিদ দিবস পালিত হয়।

শুধু অসমই নয়, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশেও এ দিন বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও ইনার লাইন পারমিটের আওতায় থাকা এই তিন রাজ্য নাগরিক সংশোধনী বিলের এক্তিয়ার থেকে বাদ রাখা হয়েছে।

এ ছাড়াও সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে থাকা মেঘালয়, ত্রিপুরা ও অসমের স্বায়ত্তশাসিত জেলাগুলিকে বিলের আওতা থেকে বাদ রাখা হয়েছে। এর জেরেই সিএবির কোপ থেকে বাদ পড়েছে অসমের কার্বি আংলং, বোড়োল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্টস (বিটিএডি) এবং ডিমা হাসাও জেলাগুলি।

বাঙালি অধ্যুষিত অসমের বরাক উপত্যকা অঞ্চল সিএবিকে স্বাগত জানালেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলে, যা নাগরিক সংশোধনী বিলের আওতায় পড়ছে।

বিলের আওতা থেকে বাদ পড়লেও বিক্ষোভে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে মিজোরামের বৃহত্তম ছাত্র সংগঠন মিজো জিরলাই পল। সমগ্র উত্তর পূর্বের সঙ্গে সহমর্মিতার কারণেই এই সিদ্ধান্ত, সোমবার তা জানিয়েন ছাত্র সংগঠনের নেতারা।

বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়টি আপাতত স্থগিত রেখেছে মণিপুর পিপল এগেইনস্ট সিএবি। তবে নেসো-এর ডাকে সাড়া দিয়ে ধর্মঘটে শামিল হয়েছে অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন (আমসু)।

পরবর্তী খবর

Latest News

স্বপ্নপূরণ করতে DBD-তে কলকাতা পুলিশের লেডি কনস্টেবল! শুভশ্রীর প্রশ্নে কী বললেন? 'সেকথা মনে পড়লে মাথা নত হয়'!ভোলবদলে মোদীর প্রশংসা থারুরের, অস্বস্তিতে কংগ্রেস মাছ ব্যবসায়ী পরিচয়ে গা ঢাকা, পাহাড় থেকে পড়ে চোট! খবরে ধৃত এই রোহিঙ্গা জঙ্গি IPLএ এক ওভারে সব থেকে বেশি রান করেছেন কোন ভারতীয় ক্রিকেটাররা? এসেই পরিণীতাকে কাঁটায় কাঁটায় টক্কর পরশুরামের! চমক দিল রাঙামতীও, বেঙ্গল টপার কে বারুইপুরকাণ্ডের প্রতিবাদে ওয়েলে নেমে প্রতিবাদ BJP MLAদের, পুড়ল বিমানের কুশপুতুল দ্রুত উষ্ণ হচ্ছে ভারত মহাসাগর, লোকসভায় উদ্বেগ প্রকাশ কেন্দ্রের সূর্যগ্রহণের পরে, এই ৫ রাশি হবে বড় সমস্যার সম্মুখীন, হতে পারে আর্থিক ক্ষতিও 'অ্যারেঞ্জ ম্যারেজ ভয়াবহ হতে পারে যদি...', ফের ইঙ্গিতবহ পোস্ট অহনার মায়ের! সুগার থাকলে খেতে পারেন এই ইডলি! লিখে রাখুন সহজ ৫ রেসিপি

IPL 2025 News in Bangla

রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক রিয়ান পরাগ! কবে থেকে মাঠে নামবেন সঞ্জু? রজতের উপর পাহাড় প্রমাণ চাপ,মিডল অর্ডার নিয়ে প্রশ্ন,RCB-র শক্তি,দুর্বলতাগুলো কি? বিরাটের আপত্তিকে পাত্তা দিচ্ছে না BCCI! বহাল থাকছে পরিবার থেকে দূরে থাকার SOP ভিডিয়ো: MI শিবিরে ‘হিটম্যানের’ এন্ট্রি! বলিউড তারকাদেরও হার মানালেন রোহিত দায়বদ্ধতার মূর্ত প্রতীক! ইলেকট্রিক হুইলচেয়ারে রাজস্থানের অনুশীলনে কোচ দ্রাবিড় ভিডিয়ো: ৬৪ বলে অপরাজিত ১৪৪ রান! IPL 2025 শুরুর আগেই গর্জে উঠল রিয়ান পরাগের ব্যাট RR Possible First XI: টপ অর্ডারে ৫ ভারতীয়! ঘরের ছেলেদের উপরই বাজি ধরবে রাজস্থান RR SWOT Analysis: IPL 2025-এ সঞ্জুদের মাথা ব্যথার কারণ কী? রাজস্থানের শক্তি কী? KKR Unplugged ইভেন্টে গান ব্র্যাভোর গলায়! কোচকে কি শেখাতে চান মেন্টর? PBKS Possible XI: শ্রেয়স নামবেন তিনে, সম্ভাব্য একাদশ থেকে পর্দা তুললেন শশাঙ্ক

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.