বাংলা নিউজ > ঘরে বাইরে > Mamata Banerjee: মোদীর নেতৃত্বাধীন জি-২০ প্রস্তুতি বঠকে বলার সুযোগ পেলেন না মমতা

Mamata Banerjee: মোদীর নেতৃত্বাধীন জি-২০ প্রস্তুতি বঠকে বলার সুযোগ পেলেন না মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (PTI)

আগামী বছর ৯ থেকে ১১ জানুয়ারি গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনকলিউশন সংক্রান্ত বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠক হবে কলকাতায়। এছাড়াও আগামী বছরের ৮ ও ৯ ফেব্রুয়ারি বিজ্ঞান গবেষণা সংক্রান্ত আরও একটি বৈঠক হবে কলকাতায়। পাশাপাশি শিলিগুড়িতে এপ্রিল মাসের ৩ থেকে ৫ তারিখে পর্যটন সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুক্রবার দিল্লিতে অনুষ্ঠিত হয় জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠক। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মিডিয়া রিপোর্টে দাবি করা হল, বৈঠকে বলার সুযোগ পাননি মুখ্যমন্ত্রী। দাবি করা হয়, বৈঠকের সূচি অনুযায়ী মমতার বক্তব্য পেশের কথা থাকলেও সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রী আর বক্তব্য রাখার সুযোগ পাননি। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাই নাকি বক্তব্য পেশের সুযোগ পাননি। জানা গিয়েছে, শুক্রবার বক্তব্য রাখেন অসম, কেরল, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যপালরা।

জানা গিয়েছে, এর আগের প্রস্তুতি বৈঠকে বক্তব্য পেশের সুযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে গত বৈঠকে যারা যারা বক্তব্য পেশের সুযোগ পাননি, শুক্রবার তাঁদের বলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। এদিকে জি-২০ সম্মেলন সফল করার জন্য সহযোগিতা প্রার্থনা করেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবারের বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে তাঁর আবেদন, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য এবং সংশ্লিষ্ট রাজ্যের সবথেকে ভালো জিনিস যাতে বিদেশি অতিথিদের সামনে তুলে ধরা হয় জি-২০ সম্মেলনের বৈঠকের সময়।

প্রসঙ্গত, আগামী ১ বছরের জন্য জি-২০ গোষ্ঠীর সভাপতি ভারত। এই আবহে আগামী এক বছর ধরে দেশের সব রাজ্যের বিভিন্ন জায়গায় ২০০টি বৈঠক হবে। এর জন্যই সব রাজ্যের সঙ্গে প্রস্তুতি বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে, আগামী বছর ৯ থেকে ১১ জানুয়ারি গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনকলিউশন সংক্রান্ত বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠক হবে কলকাতায়। এছাড়াও আগামী বছরের ৮ ও ৯ ফেব্রুয়ারি বিজ্ঞান গবেষণা সংক্রান্ত আরও একটি বৈঠক হবে কলকাতায়।পাশাপাশি শিলিগুড়িতে এপ্রিল মাসের ৩ থেকে ৫ তারিখে পর্যটন সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

পানিফলের গুণের লিস্ট লম্বা! এক কামড়েই উপকারিতা বহু আজই বৃহস্পতির 'চাঁদে'র উদ্দেশে যাত্রা শুরু নাসা-র যানের, সাক্ষী থাকুন আপনিও Ranji Trophy:কোহলির পরামর্শে পূজারা বধ, প্রথমে চোখ মেলাতেও ভয় পেয়েছিলেন গুরজপনীত 'আশ্বিনে রাঁধে, কার্তিকে খায়…' সংক্রান্তির আগেই জেনে নিন গাড়ুর ডালের রেসিপি মেয়ের সামনেই স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি, প্রাক্তনের অভিযোগে গ্রেফতার অভিনেতা আসছে শারদ পূর্ণিমা, এই দিনের বিশেষ শুভ সংযোগ কোন রাশির উপর কী প্রভাব ফেলবে ফের দুষ্কৃতীদের নিশানায় বন্দে ভারত, ঝাড়খণ্ডে ট্রেনে পাথর বৃষ্টি শোষণকারী থাকলে সেই দেশের উন্নতি হয় না, সেটা বুঝিয়ে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ রাস্তা দিয়ে ছুটছে চালকহীন জ্বলন্ত গাড়ি, দেখুন ভাইরাল সেই ‘ভুতুড়ে’ ভিডিয়ো হেঁটে হেঁটে পায়ে ব্য়থা? পেইনকিলার নয়, ঘরোয়া উপায়েই চটজলদি কমান যন্ত্রণা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.