বাংলা নিউজ > ঘরে বাইরে > Mamata dials Sharad Pawar: পিঠে ছুরি ভাইপোর, বিপদের সময়ও ফোন করে সমর্থনের আশ্বাস মমতার, জানালেন শরদ পাওয়ার

Mamata dials Sharad Pawar: পিঠে ছুরি ভাইপোর, বিপদের সময়ও ফোন করে সমর্থনের আশ্বাস মমতার, জানালেন শরদ পাওয়ার

বিরোধীদের বৈঠকের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শরদ পাওয়ার। (ফাইল ছবি, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)

Mamata Banerjee dials Sharad Pawar: ভাইপো অজিত পাওয়ার বিজেপি-শিবসেনা জোটের সঙ্গে যোগ দিয়েছেন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করে সমর্থন জানিয়েছেন। জানালেন শরদ পাওয়ার।

পিঠে ছুরি মেরেছেন ভাইপো অজিত। তবে তাতে তিনি যে দমে যাচ্ছেন না, তা স্পষ্ট করে দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তিনি জানিয়েছেন, রবিবার মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটে অজিত যোগ দেওয়ার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা তাঁর কাছে একেবারেই নতুন নয়। আশির দশকেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু মানুষের ভালোবাসায় সেই সংকট কাটিয়ে উঠেছিলেন বলে জানান এনসিপি সুপ্রিমো। সেইসঙ্গে তিনি জানান, বিপদের সময় পাশে পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। তাঁরা দু'জনেই ফোন করে পাশে থাকার আশ্বাস জানিয়েছেন বলে জানিয়েছেন শরদ।

আরও পড়ুন: Maharashtra political drama: '২০২৪-তে মোদীই ফিরছেন, কয়েকদিন আগে বলেন শরদ পাওয়ার', দাবি অজিতের সঙ্গী NCP নেতার

রবিবার  বিজেপি জোটে যোগ দিয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন অজিত। তিনি দাবি করেছেন, এনসিপির যে ৫৪ জন বিধায়ক আছেন, তাঁদের মধ্যে ৪০ জনই তাঁর সঙ্গে আছেন। যদিও অজিতের দাবিতে সেই পাত্তা দিতে চাননি কাকা শরদ। বরং অজিতকে 'ত্যাজ্যপুত্র' করে দিয়ে শরদ দাবি করেছেন, আজ এনসিপিতে যা হচ্ছে, তা হয়ত অন্য কারও কাছে নতুন কোনও বিষয় হতে পারে। কিন্তু তাঁর কাছে এরকম ঘটনা একেবারেই নতুন নয়। আশির দশকে ৫৮ জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ছ'জন বাদ দিয়ে বাকি সবাই ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু নির্বাচনে ৭৯টি আসনে দল জিতেছিল বলে জানান এনসিপি সুপ্রিমো। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আজ যা হয়েছে, তাতে আমি বিন্দুমাত্র চিন্তিত নই।’

আরও পড়ুন: Ajit Pawar become Deputy CM: NCP-তে ভাঙন, ৪ বছরে তৃতীয়বার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ অজিত পাওয়ারের

তারইমধ্যে বিজেপি জোটের সঙ্গে হাত মিলিয়ে অজিত দাবি করেন যে তাঁরা এনসিপির প্রতীকেই লড়াই করবেন। সেই প্রেক্ষিতে শরদ দাবি করেছেন, কেউ যদি এনসিপিকে নিজের সম্পত্তি বলে ঘোষণা করেন, তাতে কোনও আপত্তি নেই। তাঁর কথায়, ‘আমরা মানুষের কাছে যাব এবং তাঁদের সমর্থন চাইব। আমি নিশ্চিত যে ওঁরা আমাদের সমর্থন করবেন।’ 

সেইসঙ্গে এনসিপি প্রধান জানিয়ে দিয়েছেন, উদ্ধব ঠাকুররা শিবসেনার প্রতীকের ক্ষেত্রে যেমন আদালতে লড়াই করেছিলেন, এনসিপির প্রতীক নিয়ে সেই পথে হাঁটবেন না। তিনি জানিয়ে দিয়েছেন, আদালতে যাওয়ার পরিবর্তে মানুষের দুয়ারে যাবেন। তাঁরাই ঠিক করে দেবেন যে এনসিপি প্রতীকের আসল উত্তারাধিকারী কারা।

বন্ধ করুন