বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi Matro: রাতের মেট্রোয় নাবালিকার গায়ে বীর্যপাত, ধৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা, চাঞ্চল্য দিল্লিতে

Delhi Matro: রাতের মেট্রোয় নাবালিকার গায়ে বীর্যপাত, ধৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা, চাঞ্চল্য দিল্লিতে

দিল্লিতে মেট্রোর মধ্যে নাবালিকার গায়ে বীর্যপাত করার অভিযোগ। (প্রতীকী ছবি।)  (Photo by Sakib Ali /Hindustan Times)

ঘটনায় ধৃত ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনাটি ঘটে যায় বুধবার। সেইদিন রাত ৮.৩০ মিনিট নাগাদ দিল্লির রেড লাইন মেট্রোতে এই ঘটনা ঘটে গিয়েছে।

আরও একবার খবরে দিল্লি মেট্রো। সেখানে মেট্রোর ভিতর এক নাবালিকার গায়ে বীর্যপাতের ঘটনা ঘটে গিয়েছে। ঘৃণ্য এই ঘটনা ঘিরে মুহূর্তে শোরগোল পড়ে যায়। উপস্থিত বহু যাত্রীই ঘটনার ভয়াবহতায় চমকে ওঠেন। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যাক্তিকে আটক করা হয়েছে। 

জানা গিয়েছে, ঘটনায় ধৃত ব্যক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনাটি ঘটে যায় বুধবার। সেইদিন রাত ৮.৩০ মিনিট নাগাদ দিল্লির রেড লাইন মেট্রোতে এই ঘটনা ঘটে গিয়েছে। যে সময় এই ঘটনা ঘটে গিয়েছে, তখন মেট্রো ঘিরে ছিল ব্যাপক ভিড়। রাখির দিন উৎসব উপলক্ষ্যে ছিল ভিড়। ফলে ঠাসাঠাসি অবস্থা হয় মেট্রোতে। এদিকে, মেট্রোর ভিতরে ওই ঘৃণ্য ঘটনা ঘটানোর পরই যাত্রীরা ওই অভিযুক্তকে চেপে ধরেন। তড়িঘড়ি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়। জানা গিয়েছে, ওই নাবালিকা মেট্রোতে ছিল তার মায়ের সঙ্গে। নাবালিকার মায়ের অভিযোগ, ওই ব্যক্তি প্রথম থেকেই তাঁজের গা ঘেঁসে দাঁড়িয়েছিল। ঠাসাঠাসি ভিড়ের মধ্যেই আচমকা ওই ব্যক্তি অশালীন কাজ শুরু করেন। এরপর সব কিছু বুঝে ওঠার আগেই, ওই নাবালিকার গায়ে বীর্যপাত করে ব্যক্তি। এরপরই মেট্রোতে চাঞ্চল্য ছড়ায়। তখনই চিৎকার করে ওঠেন নাবালিকার মা। এরপর সেলামপুর স্টেশনে মেট্রো থেকে নেমে পালাতে যায় অভিযুক্ত। ধরে ফেলেন সহযাত্রীরা। পরে তাকে সারদা মেট্রো স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে।

( September 2023 Deadline: ২০০০ টাকার নোট জমা থেকে ফ্রি-এর আধার আপডেট, সেপ্টেম্বরে রয়েছে কোন কোন ‘ডেডলাইন’?)

( Durga Puja 2023 date and time: দুর্গাপুজো ২০২৩ এ সন্ধিপুজোর সময় কখন? ৫০ দিন বাকি থাকতেই জেনে নিন নির্ঘণ্ট

এদিকে, দিল্লিতে ক্রমাগত বাড়ছে মহিলাদের ঘিরে অপরাধের ঘটনা। ভর সন্ধ্যের রাস্তায় কোথাও নাবালিকাকে খুনের ঘটনার ভয়াবহ দৃশ্য আজও ভোলেনি দিল্লি। সেদিন খুনের পরও ৪০ বার এই নাবালিকাকে ছুরির কোপ বসিয়েছিল যুবক। এদিকে, তারপর ওই নাবালিকাকে মাথায় বারবার পাথর দিয়ে আঘাত করে সে। গোটা ঘটনা রাস্তায় থাকা সিসিটিভি থেকে দেখতে পায় পুলিশ। জনবহুল এলাকায় আশপাশে বাড়ি ঘর সম্পন্ন পাড়ার মাঝে এভাবে নাবালিকার হত্যার পর দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্ন ওঠে মহিলা নিরাপত্তা নিয়ে। এরপর সামনে আসে এই ঘটনা। এর আগেও, দিল্লি মেট্রো খবরে এসেছে পোশাক বিতর্ককে কেন্দ্র করে। এবার নাবালিকার সঙ্গে ঘটে যাওয়া এই ঘৃণ্য ঘটনার পরও ফের খবরে দিল্লি মেট্রো। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন