বাংলা নিউজ > ঘরে বাইরে > মণিপুর সফরে যাচ্ছেন ‘‌ইন্ডিয়া’‌ জোটের ২০ জন প্রতিনিধি, দু’‌দিন খতিয়ে দেখবেন অবস্থা

মণিপুর সফরে যাচ্ছেন ‘‌ইন্ডিয়া’‌ জোটের ২০ জন প্রতিনিধি, দু’‌দিন খতিয়ে দেখবেন অবস্থা

ইন্ডিয়া জোটের সাংসদরা। (Photo by Sanjeev Verma/ Hindustan Times) (Hindustan Times)

সেখান থেকে ঘুরে এসে যে রিপোর্ট মিলবে তা নিয়ে লাগাতার আন্দোলনে নেমে পড়বেন ইন্ডিয়া টিমের সাংসদরা। মণিপুরের এই নৃশংস এবং নিন্দনীয় ঘটনায় উত্তাল গোটা দেশ। সোমবার এই ঘটনায় সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। অভিযোগ, ওই দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় যুক্ত ছিল এই ব্যক্তি। 

মণিপুরের বর্বরোচিত ঘটনায় সংসদের ভিতরে–বাইরে একজোট বিরোধীরা নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলে দিয়েছে। ইন্ডিয়া মহাজোটের ঐক্যবদ্ধ আন্দোলনের জেরে এখন স্বয়ং প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। এমনকী নানা কটূ মন্তব্য করলেও সংসদে আসছেন না। এই পরিস্থিতিতে ইন্ডিয়া টিমের সাংসদরা দু’‌দিনের জন্য মণিপুর সফরে যাচ্ছেন। এতে আরও চাপ বাড়ল কেন্দ্রীয় সরকারের। মণিপুরে দুই মহিলাকে গণধর্ষণ এবং বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় বিপাকে পড়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু তাতেও চিঁড়ে ভিজছে না দেশবাসীর মনে বলে খবর।

এবার সংসদের বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে বিজেপি সরকারকে চেপে ধরার পর মণিপুর সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলের নেতারা। তার জন্য ২০ জনের তালিকা তৈরি হয়েছে। সেখানে সব দলের প্রতিনিধি রয়েছেন। এই মণিপুর সফর নিয়ে কংগ্রেস নেতা মানিকরাম টেগোর জানান, শনিবার এবং রবিবার মণিপুর সফর করবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। এতে আরও চাপ বাড়ল কেন্দ্রীয় সরকারের। কারণ যদি কোনও একটি দল যেত তাহলে তাকে পক্ষপাতদুষ্ট বলা যেত। কিন্তু যেহেতু এখানে দেশের সব বিরোধী দলের নেতা–নেত্রী মিলে ২০ জন যাচ্ছেন তাতে এই তকমা দেওয়া যাবে না।

সেখান থেকে ঘুরে এসে যে রিপোর্ট মিলবে তা নিয়ে লাগাতার আন্দোলনে নেমে পড়বেন ইন্ডিয়া টিমের সাংসদরা। মণিপুরের এই নৃশংস এবং নিন্দনীয় ঘটনায় উত্তাল গোটা দেশ। সোমবার এই ঘটনায় সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। অভিযোগ, ওই দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় যুক্ত ছিল এই ব্যক্তি। এই গোটা ঘটনার তদতভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। কংগ্রেস নেতা মানিকরাম টেগোর সংবাদমাধ্যমে বলেন, ‘‌এই জোটে বিভিন্ন দলের সাংসদরা মণিপুর সফরে যাবেন। যাদের কোনও সাংসদ নেই সেই দলগুলির প্রতিনিধিরা ওই দলে থাকবেন।’‌

আরও পড়ুন:‌ ‘‌চোরের মায়ের বড় গলা’‌, শুভেন্দুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে আক্রমণ কুণালের

কারা রয়েছেন এই প্রতিনিধিদলে?‌ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে এই প্রতিনিধিদল যাচ্ছে মণিপুর। এখানে অধীররঞ্জন চৌধুরী থেকে শুরু করে গৌরব গগৈ, রাজীব রঞ্জন, কানিমোঝি, সন্দোষ কুমার, এএ রহিম, সুশীল গুপ্তা, অরবিন্দ সাওয়ান্ত–সহ ২০ জনের টিম সেখানে যাচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পাঁচজন সাংসদের প্রতিনিধিদল সেখানে ঘুরে এসেছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‌এই প্রতিনিধি দলের সদস্যরা মণিপুরে পাহাড় এবং উপত্যকা দুই এলাকার বাসিন্দাদের সঙ্গেও দেখা করবেন ও কথা বলবেন।’‌ ইতিমধ্যেই মণিপুরে ঘটনার প্রতিবাদ জানিয়ে কালো পোশাক গায়ে সংসদে আসেন বিরোধীরা। আর মণিপুর রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় ক্ষোভ উগড়ে দল ছাড়লেন বিহার বিজেপির মুখপাত্র বিনোদ শর্মা।

পরবর্তী খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.