আপনার কি গাড়ি আছে? গাড়ি কিনবেন বলে ভাবছেন? অথবা গাড়ি চালান আপনি? তবে এই প্রতিবেদনটা আপনাকে পড়তেই হবে। এই বর্ষায় গাড়ি চালকদের জন্য স্পেশাল বার্তা দিলেন রতন টাটা। টাটার টুইটার বার্তায় মিলেছে এই মেসেজ। মূলত বর্ষাকালে যাতে গাড়ি চালানোর আগে গাড়ির তলায় আশ্রয় নেওয়া কুকুর বেড়ালদের সম্পর্কে সতর্ক হওয়া যায় সেব্যাপারে পরামর্শ দিয়েছেন তিনি।
টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা জানিয়েছেন, এখন বর্ষাকালের সময়। অনেক সময় বৃষ্টির হাত থেকে বাঁচতে রাস্তার কুকুর বিড়ালরা আমাদের গাড়ির নীচে আশ্রয় নেয়। তবে এখন গাড়ি বের করার আগে একবার গাড়ির নীচেটা দেখে নেবেন। কারণ আশ্রয় নিয়েছিল যে কুকুর বিড়ালরা তারা আহত হতে পারে। যদি আমরা বুঝতে না পারি তবে তারা মারাত্মকভাবে জখম হতে পারে, পঙ্গু হয়ে যেতে পারে, এমনকী মারা যেতে পারে। তবে এই বৃষ্টির সময় আমরা যদি ওদের একটু গাড়ির নীচে আশ্রয় দিতে পারি তবে এটা একেবারে মন ছুঁয়ে যাবে।
রতন টাটার এই টুইটের পরেই একেবারে কমেন্টের বান ডেকেছে। অনেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, এখন বর্ষার সময়। ওরা গাড়ির নীচে আশ্রয় নেয়। আমাদের অসতর্কতার জন্য় তাদের প্রাণ চলে যেতে পারে। যখন আপনারা গাড়ি নিয়ে বের হবেন তখন গাড়ির নীচেটা একবার দেখে নিন। তবে যখন বৃষ্টি হবে তখন গাড়ির তলাটা তাদের জন্য ছেড়ে দিন।
অপরজন লিখেছেন, এক মহান চিন্তাবিদের এই বক্তব্যের সঙ্গে একেবারে একমত। অপর একজন লিখেছেন, আপনার মতো মানুষরাই এই ধরনের চিন্তাভাবনা করতে পারেন। আপনাকে একেবারে মন থেকে ধন্য়বাদ জানাচ্ছি। রতন টাটার এই বার্তা মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই। অনেকেই বলছেন এত বড় মনের মানুষ।
তবে বরাবরই পশু পাখিদের কষ্টে মন কাঁদে রতন টাটার। তিনি এবার সেই পথ কুকুরদের বাঁচানোর জন্য বিশেষ বার্তা দিলেন। আসলে বর্ষার দিনগুলোতে অনেক সময়ই গাড়ির নীচে কুকুর ঢুকে পড়ে। মূলত বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সেগুলি গাড়ির নীচে ঢুকে পড়ে। আবার অনেক সময় গাড়ি বের করার সময় গাড়ির চাকা চাপা পড়ে যেতে পারে অসহায় সারমেয়। তাদের বাঁচানোর জন্যই এবার বিশেষ বার্তা।