মঙ্গলবার সকাল সকাল মালয়েশিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। প্রশিক্ষণের সময় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষের জেরে মৃত্যু হল ১০ জনের। জানা গিয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের প্রস্তুতি মহড়া চলছিল আজ সকালে। সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সরকারি ভাবে বিবৃতি প্রকাশ করে মালয়েশিয়ার নৌবাহিনী জানিয়েছে, দুই হেলিকপ্টারে থাকা মোট ১০ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারের কোনও ক্রু সদস্যই বেঁচে নেই। (আরও পড়ুন: সামরিক বাজেটে চিন থেকে বহু হস্ত পিছিয়ে ভারত, পাকিস্তান কত নম্বরে জানেন?)
রিপোর্ট অনুযায়ী, মালয়েশিয়ার পশ্চিম অঞ্চলের পেরাক নামক প্রদেশের লুমুতে নৌসেনা ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময়ে সকাল ৯টা ৩২ মিনিটে এই হেলিকপ্টারগুলির সংঘর্ষ হয়। এদিকে দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে নৌবাহিনী। তবে কাউকেউ রক্ষা করা সম্ভব হয়নি। এই আবহে দুই হেলিকপ্টারে থাকা ক্রু সদস্যদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে লুমুত সামরিক ঘাঁট হাসপাতালে পাঠানো হয়েছে চিহ্নিতকরণের জন্য।
এদিকে এই দুর্ঘটনার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, একসঙ্গে অনেক হেলিকপ্টার আকাশে 'ফর্মেশন' করে উড়তে শুরু করেছে। এরপর সেই হেলিকপ্টারগুলি ফর্মেশন অনুযায়ী দু'দিকে চলে যাচ্ছে। ডানদিকে উড়ে যাওয়া একটি হেলিকপ্টার তার সামনে থাকা হেলিকপ্টারকে পিছন থেকে ধাক্কা মারে। সংঘর্ষ হতেই দু'টি হেলিকপ্টারই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায়। এর মধ্যে একটি হেলিকপ্টারে ৭ জন ক্রু সদস্য ছিলেন। অপর হেলিকপ্টারে ছিলেন ৩ জন। সংঘর্ষের পর একটি হেলিকপ্টার মাটিতে পড়ে। অন্য হেলিকপ্টারটি গিয়ে পড়ে সুইমিং পুলে।
বিস্তারিত আসছে…