নতুন বছরের শুরুতেই মার্কিন মুলুকে বিমান পরিষেবায় কোভিড থাবা। করোনা সংক্রমিত হওয়ার কারণে ক্রুয়ের অভাবে সেদেশে একদিনে প্রায় ২২০০ উড়ান বাতিল হল। বড়দিনের ছুটি শেষ হতেই নিজেদের কর্মস্থলে ফেরার হিড়িক দেখা যায় মার্কিন নাগরিদের মধ্যে। আর এই পরিস্থিতিতে রবিবার ২২০১টি উড়ান বাতিল হয় বলে জানা গিয়েছে। অবশ্য কোভিড থাবার পাশাপাশি খারাপ আবহাওয়ার জন্যও দেশজুড়ে বেশ কয়েকটি উড়ান বাতিল হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে বিভিন্ন কারণে প্রায় ২৪০০ উড়ান বিলম্বিত হয়। শিকাগো বিমানবন্দর গতকাল তুষারঝড়ের কবলে পড়ে। এই কারণে সেখানে বেশ কয়েকটি বিমান বাতিল হয় বা বিলম্বিত হয়। শিকাগো মার্কিন মুলুকের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবগুলির মধ্যে একটি। এদিকে আটলান্টা, ডেনভার, ডেট্রয়েট, হিউস্টন এবং নেওয়ার্ক, নিউ জার্সির মতো বিমানবন্দরগুলিতেও কম স্টাফ, আবহাওয়া সহ একাধিক কারণে বহু বিমান বাতিল হয়।
উল্লেখ্য, ওমিক্রন বাড়বাড়ন্তের আবহে বড়দিনের ছুটির মাঝে বিশ্ব জুড়ে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। এই ভাইরাসের কবলে পড়েন বিমান পরিষেবার সঙ্গে যুক্তরা। এর জেরে কাজে যোগ দিতে পারেননি অনেকেই। আইসোলেশনে রয়েছেন অনেকে। আর পরিষেবা ব্যাহত হওয়ার জেরে যাত্রীরাও সমস্যায় পড়েন। জানা গিয়েছে, বড়দিন থেকে নবর্ষ পর্যন্ত গোটা বিশ্বে মোট ৭৫০০ বিমান বাতিল হয়েছে। নতুন বছরে সেই উড়ান বাতিলের ধারা অব্যাহত থাকল।