এনসিইআরটির বইতে থাকা অধ্যায় ও পাঠ্যসূচি নিয়ে গত এক মাসে নানান বিতর্ক দানা বেঁধেছে। মুঘল আমলের ইতিহাস সম্পর্কিত অধ্যায় পাঠ্যসূচিতে রাখা বা মহাত্মা গান্ধী সম্পর্কিত কিছু বিষয় ও আরএসএস সম্পর্কিত বিষয়ে কিছু বদল আনা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এরপর সওয়াল ওঠে ডারউইনের তত্ত্ব এনসিআরটির বই থেকে সরিয়ে দেওয়া নিয়ে।
এদিকে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ সরকার এনসিআরটির এই বই ইস্যুতে মুখ খোলেন। তিনি জানান যে, এনসিইআরটির পাঠ্যসূচি থেকে ডারউইনের তত্ত্ব বাদ দেওয়া হয়নি। তিনি বলেন, যাঁরা দশম শ্রেণিতে পড়েন, তাঁদের এখনও পর্যন্ত সুযোগ রয়েছে এই তত্ত্ব পড়ার। ডারউইনেক তত্ত্ব দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচিতেও থাকছে বলে জানান তিনি। শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, ‘ ডারউইনের তত্ত্ব এনসিইআরটি পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে এমন দাবি বিভ্রান্তিকর। কোভিড-এর কারণে যখন শিক্ষার্থীদের উপর চাপ কমানোর জন্য কোর্সের যৌক্তিককরণ করা হচ্ছিল, তখন দশম শ্রেণি পর্যন্ত ডারউইনের তত্ত্ব ছিল না। দশম শ্রেণী পর্যন্ত যে কোন শিক্ষার্থী চাইলে, সে একইভাবে পড়তে পারবে। ডারউইনের তত্ত্ব এখনও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে বিদ্যমান। এ ধরনের বিভ্রান্তিকর দাবি করা উচিত নয়।’
( খুব কম তেলে চপ, পকোড়া ভাজতে চান? এই পদ্ধতিতে করুন কেল্লা ফতে! রইল টিপস)
সদ্য ডারউইন তত্ত্ব বাদ দেওয়া ইস্যুতে দেশের ১৮০০ জন বিজ্ঞানী একটি চিঠি লেখেন শিক্ষামন্ত্রককে। তাঁরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের দাবি ছিল, ডারউইনের বিবর্তনবাদের তত্ত্ব দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। এরপর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে প্রশ্ন করে সংবাদ সংস্থআ এএনআই। সুভাষ সরকার বলেন, ‘এটা বিভ্রান্তিকর প্রচার যে ডারউনের তত্ত্ব সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে।’
এর আগে, করোনা পরবর্তী সময়ে পাঠ্যক্রমের চাপ কমাতে বিভিন্ন রাজ্য সরকারের কাছে আবেদন করে এনসিইআরটি। সেই সময়ই জীবনবিজ্ঞান বই থেকে বাদ পড়েছে ডারউইন তত্ত্ব। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বৈজ্ঞানিক মহলের অনেকেই। বহু শিক্ষাজগতের ব্যক্তিত্ব দাবি করেছেন, এটি পড়ুয়াদের সঙ্গে প্রতারণার শামিল। সেই পরিস্থিতিতে বিতর্ক দানা বাঁধতেই মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup