প্রশ্ন : আমি একজন ৪০ বছর বয়সী বেতনভোগী পেশাদার। আমার ৬ বছরের মেয়ের উচ্চ শিক্ষার জন্য বিনিয়োগ করার পরিকল্পনা করছি। ধরে রাখছি মেয়ের বিয়ে, উচ্চশিক্ষার খরচ, আমার অবসর ইত্যাদি মিলিয়ে অন্তত ১ কোটি টাকা সঞ্চয় প্রয়োজন। আগামী ১০ বছরেই সেই টাকাটা জমিয়ে ফেলতে চাই। ঠিক কীভাবে বিনিয়োগ করলে সেটা সম্ভব, তা জানতে চাই।
সরাসরি শেয়ারে বিনিয়োগ করতে চাই না। তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ আছে। সে বিষয়ে জানতে চাই।
-রবি উজ্জ্বল
এক্ষেত্রে মাসিক এসআইপি মোডে ইক্যুইটি মিউচুয়াল ফান্ড-ই সবচেয়ে উপযুক্ত বিনিয়োগের অপশন।
১০ বছরের এসআইপি-তে ২০ শতাংশ বার্ষিক স্টেপ-আপ বজায় রাখতে হবে। সেক্ষেত্রে ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরতে হবে। ২১,০০০ টাকা দিয়ে মাসিক এসআইপি শুরু করতে হবে।
আরও পড়ুন: Jio Recharge Plan: জিওর এই ২ টি রিচার্জ প্ল্যানের দামের ছ্যাঁকা! সঙ্গে রয়েছে বিশেষ 'চমক'ও
SIP ক্যালকুলেটরের চিত্র :

আরও পড়ুন : বেশ কিছু মডেলে ডিসকাউন্ট Maruti-র, সস্তায় গাড়ি কেনার সুযোগ
(উত্তর দিচ্ছেন কর ও বিনিয়োগ বিশেষজ্ঞ জীতেন্দ্র সোলাঙ্কি)