বাংলা নিউজ > টেকটক > বেশ কিছু মডেলে ডিসকাউন্ট Maruti-র, সস্তায় গাড়ি কেনার সুযোগ

বেশ কিছু মডেলে ডিসকাউন্ট Maruti-র, সস্তায় গাড়ি কেনার সুযোগ

 ফাইল ছবি : মারুতি সুজুকি (Maruti Suzuki)

নগদ ছাড়, কর্পোরেট এবং এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ছাড় পাবেন। তবে মারুতি সুজুকির এই অফারটি কোনও সিএনজি মডেলে থাকছে না।

Maruti Suzuki মার্চ মাসের জন্য তার Arena মডেল লাইন-আপে 41,000 টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। নগদ ছাড়, কর্পোরেট এবং এক্সচেঞ্জ অফারের আকারে এই সুবিধাগুলি দেওয়া হচ্ছে। তবে মারুতি সুজুকির এই অফারটি কোনও সিএনজি মডেলে কোনও সুবিধা পাচ্ছে না।

মার্চ মাসে Arena মডেল লাইন-আপে ৪১ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে Maruti Suzuki। নগদ ছাড়, কর্পোরেট এবং এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ছাড় পাবেন। তবে মারুতি সুজুকির এই অফারটি কোনও সিএনজি মডেলে থাকছে না।

1

Maruti Suzuki WagonR: Maruti Suzuki সম্প্রতি ২টি নতুন ইঞ্জিন, নতুন ফিচার্স এবং নতুন রঙের অপশনসহ WagonR প্রকাশ করেছে৷ মারুতি WagonR-এর পুরনো ১.২-লিটার ভেরিয়েন্টে ৪১,০০০ টাকা পর্যন্ত বেনেফিট দিচ্ছে। ১.০-লিটার ভেরিয়েন্টে ৩১,০০০ টাকা পর্যন্ত বেনেফিট দিচ্ছে।

2

Maruti Suzuki Alto: প্রায় 20 বছর ধরে মারুতির জনপ্রিয়তম মডেল এটি। অল্টোতে ৩১,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। বেস STD ভেরিয়েন্টে ১১,০০০ টাকা পর্যন্ত বেনেফিট দিচ্ছে।

3

Maruti Suzuki Swift: থার্ড জেনারেশনের Swift-এর ম্যানুয়াল ভেরিয়েন্টে ২৭,০০০ টাকা পর্যন্ত বেনেফিট পাওয়া যাবে। এর পাশাপাশি AMT ভেরিয়েন্টে ১৭,০০০ টাকা পর্যন্ত বেনেফিট পাবেন।

4

Maruti Suzuki Celerio: নতুন Celerio AMT সহ সমস্ত ভেরিয়েন্টে ২৬,০০০ টাকা পর্যন্ত বেনেফিট পাবেন। এটি দেশের সর্বোচ্চ মাইলেজ প্রদানকারী গাড়িগুলোর মধ্যে একটি।

5

Maruti Suzuki S-Presso: S-Presso-র সমস্ত ম্যানুয়াল ভেরিয়েন্টে ৩১,০০০ টাকা পর্যন্ত সুবিধা দিচ্ছে, যখন AMT ভেরিয়েন্টে 16,000 টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাচ্ছে।

বন্ধ করুন