মহাত্মা গান্ধীর স্মৃতিতে রাজঘাটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশি অতিথিদের নিয়ে তিনি সেখানে যান। এবার এনিয়ে কটাক্ষ তৃণমূলের রাজ্যসভার সদস্য তথা তৃণমূলের মুখপাত্র সাকেত গোখেলের। এক্স প্লাটফর্মে পিটিআইয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি। এরপর তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি২০ অতিথিদের নিয়ে রাজঘাটে গিয়েছিলেন। মহাত্মাগান্ধীর স্মরণে গিয়েছিলেন।
এটা তখনই এটা হল যখন বিজেপি গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের পাশে রয়েছে। পিএম মোদীর হৃদয় গডসের সঙ্গে রয়েছে। কিন্তু যখন রাজনৈতিকভাবে তাঁর কাছে যেটা গুরুত্বপূর্ণ সেই মহাত্মা গান্ধীকে তিনি স্মরণ করেন। একেবারে জোরালো কটাক্ষ করেছেন সাকেত গোখেল।
এদিকে গডসেকে নিয়ে নানা সময়ে নানা বিতর্ক উঁকি দিয়েছে। সম্প্রতি পিটিআই-এর খবর অনুযায়ী জানা গিয়েছিল, উত্তরপ্রদেশের মুজাফফরনগরে স্বাধীনতা দিবসে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের ছবি সহ একটি মিছিল বের করেছিল হিন্দু মহাসভা। সোশ্যাল মিডিয়ায় সেই মিছিলের ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এরপরই শুরু হয়েছে জোর বিতর্ক। ভিডিয়োতে দেখা যায়, হিন্দু মহাসভার কর্মীরা তেরঙ্গা মিছিল করছেন। সেই মিছিলে একটি গাড়ি আছে, যাতে নাথুরাম গডসের একটি বড় ছবি রয়েছে।এরপরই এনিয়ে বিতর্ক চরমে ওঠে।
এনিয়ে সাফাই দিয়েছিল হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার জাতীয় সভাপতি যোগেন্দ্র ভার্মা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছিলেন যে তাদের কর্মীরা ১৫ অগস্ট গডসে সহ বেশ কয়েকজন বিপ্লবীর ছবি নিয়ে যাত্রা করেছিল। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে গডসে গান্ধীর জাতি বিরোধী নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেছিল।’ তিনি আরও বলেন, ‘গান্ধীর নীতির কারণেই তাঁকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন গডসে।’
সেই বিতর্ক ধামাচাপা পড়েনি এখনও । তার আগেই সাকেত গোখেল সেই গডসে কেন্দ্রিক বিতর্ককে নতুন করে উসকে দিলেন। এদিকে রাজঘাটে মোদী বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের নিয়ে গিয়েছিলেন। সেখানেই গান্ধীর স্মৃতিচারণা করেন তাঁরা। এই দেশ মহাত্মা গান্ধীর দেশ। যে মহাত্মাকে শ্রদ্ধা করেন গোটা বিশ্বের মানুষ।