বাংলা নিউজ > ঘরে বাইরে > NRI কে বিয়ে ঘিরে বিভিন্ন নির্যাতনের অভিযোগ ! সতর্ক NCW, মহিলা কমিশন করল পদক্ষেপ

NRI কে বিয়ে ঘিরে বিভিন্ন নির্যাতনের অভিযোগ ! সতর্ক NCW, মহিলা কমিশন করল পদক্ষেপ

সতর্কতা মূলক পদক্ষেপে NCW

কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ' এই প্রোগ্রামগুলির লক্ষ্য হল এনআরআই বিবাহের শিকার হওয়া মানুষদের তাদের অধিকার সম্পর্কে পরিচিত করা।'

দেশের জাতীয় মহিলা কমিশন এবার এনআরআইদের সঙ্গে দেশের মহিলাদের বিয়ে নিয়ে পদক্ষেপ করল। উল্লেখ্য, বহু মহিলাই এনআরআই যুবককে বিয়ের পর বিলেতে গিয়ে নানান দাম্পত্যঘটিত সমস্যার মধ্যে পড়ার অভিযোগ করেন। এমন বহু খবর বিভিন্ন সময় শিরোনাম কেড়েছে। এবার দেশের জাতীয় মহিলা কমিশন নিয়েছে পদক্ষেপ। তাদের তরফে একটি সতর্কতা মূলক পদক্ষেপ গৃহিত হয়েছে।

'অ্যাওয়ারনেস প্রোগ্রামস অন এনআরআই ম্যারেজেস, ডুজ অ্যান্ড ডোন্টস, এ ওয়ে ফরোয়ার্ড' শীর্ষক কর্মসূচিতে জাতীয় মহিলা কমিশন বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে। সেখানে যে সমস্ত মহিলারা এনআরআইকে বিয়ে করার পর নির্যাতনের শিকার হয়েছেন তাঁদের সচেতনতা তুলে ধরতে ও কঠিন পরিস্থিতিতে কী কী করণীয় তা জানাতে এই পদক্ষেপ গৃহিত হয়েছে। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ' এই প্রোগ্রামগুলির লক্ষ্য হল এনআরআই বিবাহের শিকার হওয়া মানুষদের তাদের অধিকার সম্পর্কে পরিচিত করা।' যাতে এই ঘটনাগুলির শিকার মহিলারা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী উপযুক্ত সহায়তা পান, তার জন্যই এমন পদক্ষেপ। এছাড়াও সমস্যাগপলির সুষ্ঠু সমাধানের রাস্তা বাতলে দেওয়াও এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য। এমনই জানিয়েছে কেন্দ্র। স্কুলে হেডমাস্টার কেন পাঞ্জাবি-পাজামা পরেছেন? বেতন কাটার নির্দেশ DM-এর

এর আগে, গত মাসে বহু মন্ত্রকের সঙ্গে কথা বলেছে জাতীয় মহিলা কমিশন। সেখানে এনআরআইকে বিয়ে করে বিদেশে যাওয়া মহিলারা কীভাবে নির্যাতনের শিকার হচ্ছেন,তা নিয়ে আলোচনা হয়। মহিলাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্র নিয়েও আলোচনা চলে। এক্ষেত্রে পুলিশের কী ভূমিকা হতে পারে তা নিয়ে চলে আলোচনা।

বন্ধ করুন