রাত পোহালেই আসছে সেই মাহেন্দ্রক্ষণ।রবিবার সংসদের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত স্মরণীয় দিন। প্রায় ১২ ঘণ্টা ধরে চলবে এই অনুষ্ঠান। এনিয়ে বিজেপির পক্ষ থেকেও তাদের সাংসদদের কাছে বিশেষ কিছু পরামর্শ দেওয়া হয়েছে এই সংসদ ভবনের উদ্বোধন প্রসঙ্গে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই নতুন সংসদ ভবনে প্রবেশ।
দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সকাল সাড়ে ১০টাতে সমস্ত বিজেপি এমপিকে সেন্ট্রাল হলে উপস্থিত থাকতে হবে। সেখানে বীর সাভারকারের ফটোতে ফুল দেওয়া হবে।
এরপর সংসদের জিএসি বালাযোগী অডিটোরিয়ামে মন কী বাত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদী। এটা হবে ১০১তম পর্ব। সাংসদদের মোটামুটি ১০টা ৪৫এর মধ্যে এই রেডিও প্রোগ্রামের জন্য উপস্থিত থাকতে হবে।
মন কী বাতের অনুষ্ঠানের পরে পার্লামেন্টের নতুন ভবনের উদ্বোধনে উপস্থিত হবেন মোদী ও পার্লামেন্টের স্পিকার। সেটা হতে দুপুর হয়ে যেতে পারে।
এদিকে কর্মসূচিকে সফল করতে একেবারে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। দল, প্রশাসন , কেন্দ্রীয় সরকার সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিকে এই দিনে প্রধানমন্ত্রী সেঙ্গলটিকে স্থাপন করবেন পার্লামেন্টে। তামিলনাড়ুর এই সেঙ্গলকে ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা অর্পণের প্রতীক হিসাবে গণ্য করা হয়। এমনটাই দাবি করা হয়েছে। সেটাই থাকবে এবার সংসদে।এটা এর আগে এলাহাবাদের একটি মিউজিয়ামে রাখা ছিল এতদিন ধরে।
তবে গোটা দেশ জুড়েই এই নতুন পার্লামেন্টকে ঘিরে নানা চর্চা। দেশবাসীও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নয়া পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান কেমন হবে তা জানতে। তবে অন্তত ২০টি রাজনৈতিক দল এই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যাবে না বলে জানিয়েছে।