একটি বার্জ জাহাজের ক্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হল নিউ ইয়র্কের আইকনিক ব্রুকলিন ব্রিজ। ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই। এর ফলে ব্রিজের ইস্পাতের তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া, ব্রিজের বিমে ফাটল ধরেছে। তবে ব্রিজের মূল কাঠামোতে কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। দুর্ঘটনার ফলে কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এরজেরে সাময়িকভাবে ব্রিজে যান চলাচল বন্ধ থাকে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে কীভাবে ট্রেনের ধাক্কায় বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: মাঝ আকাশে অসুস্থ পাইলট, টলমল করছে বিমান, হাল ধরলেন মহিলা যাত্রী, তারপর…
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্রিজের নিচ দিয়ে জাহাজ যাওয়ার সময় ক্রেনটি কয়েক সেকেন্ডের জন্য ব্রিজটিকে স্পর্শ করছে। কোস্ট গার্ড অপারেশন ইউনিটের মিশেল ক্রুপা নিউ ইয়র্কের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘একটি ক্রেন সেতুর নীচে দিয়ে যাচ্ছিল। সেতুর রক্ষাবেক্ষণের সঙ্গে যুক্ত ছিল ওই ক্রেন। তখনই ধাক্কা লাগে।’ ঘটনার খবর পেয়ে সেখানে বিভিন্ন বিভাগের আধিকারিকরা ছুটে যান। নিউ ইয়র্ক শহরের অগ্নিনির্বাপন বিভাগের তরফে জানানো হয়েছে, এরফলে সেতুর মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।
উল্লেখ্য, এই ব্রিজের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তাছাড়া নিউ ইয়র্কবাসীর আবেগ জড়িয়ে আছে এই ব্রিজের সঙ্গে। বিশ্বজুড়ে এই ব্রিজের খ্যাতি রয়েছে। ছয় লেনের এই ব্রিজে পথচারী ও সাইকেল চালানোর জন্য আলাদা লেন রয়েছে। নিউ ইয়র্ক শহরের সরকারি ওয়েবসাইট অনুসারে, ২০১৮ সালে ব্রুকলিন ব্রিজে প্রায় ১ লক্ষ ১৬ হাজার যানবাহন, ৩০ হাজার পথচারী এবং ৩ হাজার সাইকেল চলেছে।
উনবিংশ শতাব্দীর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হল এই ব্রুকলিন ব্রিজ। নিউ ইয়র্কে অবস্থিত এই সেতুটি শহরের সবচেয়ে জনপ্রিয় স্থাপনাগুলির একটি। ১৮৬৯ সালে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল। শেষ হতে সময় লেগেছিল মোট ১৪ বছর। ইস্ট নদীর ওপর নির্মিত ব্রিজটি ম্যানহাটন ও ব্রুকলিনকে যুক্ত করেছে। দু’টি বিশালাকার টাওয়ার অসংখ্য কেবল দিয়ে পুরো সেতুটিকে ধরে রেখেছে। টাওয়ার দু’টির মাঝের দূরত্ব ৪৮৬ মিটার। সবমিলিয়ে সেতুটি ১.৮ কিলোমিটার দীর্ঘ। বড় টাওয়ারটির উচ্চতা হল ৮৪ মিটার। ব্রিজটি যখন নির্মাণ করা হয়েছিল তখন এটিই ছিল নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু নির্মাণগুলির একটি।
যানবাহন চলাচলের পাশাপাশি ব্রুকলিন সেতুতে সাইকেল চালানোর জন্য এবং পথচারীদের জন্য আলাদা লেন রয়েছে। এই ব্রিজ থেকে দুই শহরের সৌন্দর্য উপভোগ করে থাকেন মানুষ। প্রতিবছর লক্ষাধিক পর্যটক এই ব্রিজে সৌন্দর্য উপভোগ করে থাকেন। এছাড়াও, বহু বিখ্যাত ছবির শুটিংও হয়েছে এই ব্রিজে।