বাংলা নিউজ > ঘরে বাইরে > PLFI: দুদশক ধরে বেপাত্তা, মাথার দাম ২৫ লাখ, স্বঘোষিত নকশাল নেতাকে ধরে ফেলল NIA

PLFI: দুদশক ধরে বেপাত্তা, মাথার দাম ২৫ লাখ, স্বঘোষিত নকশাল নেতাকে ধরে ফেলল NIA

স্বঘোষিত নকশাল নেতা দীনেশ গোপ গ্রেফতার  (ANI Photo) (Somnath Sen)

মাথার দাম ছিল ২৫ লাখ। গত দুদশক যার খোঁজ ছিল না। আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করত। সেই স্বঘোষিত নকশাল নেতাকে ধরে ফেলল ঝাড়খণ্ড পুলিশ ও এনআইএ

শিশির গুপ্তা

রবিবার স্বঘোষিত এক নকশাল নেতাকে গ্রেফতার করেছে এনআইএ( NIA)। দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে নকশালের অন্য়তম শাখা সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়ার চিফ হিসাবে দাবি করতেন। তাকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম দীনেশ গোপ ওরফে কুলদীপ যাদব ওরফে বাদকু। আসলে তিনি ঝাড়খণ্ডের খুন্তি জেলার বাসিন্দা। এর আগে পিএলএফআই সংগঠনের কাছ থেকে ২৫.৩৮ লাখ টাকা মিলেছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল দীনেশের।

এদিকে এনআইএ সূত্রে খবর, ঝাড়খণ্ডে, বিহারে, ওড়িশায় তার নামে অন্তত ১০২টি ক্রিমিনাল কেস রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে তার বিরুদ্ধে খুন, অপহরণ, ভয় দেখানো, তোলাবাজি করা, নকশালদের জন্য় টাকা তোলার অভিযোগ ছিল। এদিকে ২০০৭ সালে তৈরি হয়েছিল এই পিএলএফআই সংগঠন।

এর আগে দীনেশ সম্পর্কে তথ্য় দিতে পারলে ৫ লাখ টাকা পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল এনআইএ। ঝাড়খণ্ড সরকার তাকে ধরে দিতে পারলে ২৫ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছিল। প্রায় দু দশক ধরে গা ঢাকা দিয়েছিল ওই নকশাল নেতা।

এদিকে গত বছর ৩ ফেব্রুয়ারি দীনেশ গোপ পরিচালিত পিএলএফআই গ্য়াংয়ের সঙ্গে গুলিল লড়াই হয়েছিল সুরক্ষাবাহিনীর। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমের জেলার জঙ্গলে এই গুলির লড়াই হয়েছিল।

তবে সেদিন কোনওরকমে গা ঢাকা দিয়েছিল গোপ। কিন্তু এরপর থেকে তিনি ঝাড়খণ্ডে সংগঠনের জাল বিস্তার করতে সবরকম চেষ্টা করছিলেন। সূত্রের খবর, তিনি মূলত তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তোলাবাজি করতেন। ব্যবসায়ীদের কাছ থেকে নকশালের নাম করে টাকা আদায় করতেন। এমনকী দীনেশ গোপ ও তার পরিবারের নাম করে একাধিক শেল কোম্পানি তৈরি করে কালো টাকা বিনিয়োগ করা হত বলে অভিযোগ।

একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এর আগে তার সংগঠন ঝাড়খণ্ড লিবারেশন টাইগার বলে পরিচিত ছিল। পরে সেটা পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া বলে পরিচিতি পায়। মূলত তারা বেকার যুবক যুবতীদের বাইক, মোবাইলের প্রলোভন দেখিয়ে অস্ত্র শিক্ষা দিত। এরপর জঙ্গী কার্যকলাপে তাদের ভিড়িয়ে দেওয়া হত।

কয়লা ব্যবসায়ী, রেলের ঠিকাদার, একাধিক বেসরকারি শিল্পোদ্যোগীদের চমকে দিয়ে টাকা আদায় করত এই সংগঠনের একাংশ। এমনকী একাধিক দুষ্কৃতী দলের সঙ্গে এরা যোগাযোগ রেখে চলত বলে অভিযোগ। সেই কুখ্য়াত দীনেশ এবার এনআইএর জালে।

 

বন্ধ করুন