বাংলা নিউজ > ঘরে বাইরে > তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, একসঙ্গে ঝলসে ৯ জনের মৃত্যু

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, একসঙ্গে ঝলসে ৯ জনের মৃত্যু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

বাজি কারখানায় আগুন ও তার জেরে বিস্ফোরণের ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে গোটা এলাকা। ছিটকে পড়েছে একাধিক দেহ। দমকলের একাধিক ইঞ্জিন এখানে এসে আগুন নেভায়। আরিয়ালুর এবং পেরামবালুর জেলা থেকে দমকল ছুটে যায়। তারপর দেহগুলি সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে ৯ জনের মৃত্যু হয়েছে।

বাজি কারখানায় তীব্র বিস্ফোরণের জেরে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটল। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। আজ, সোমবার তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় থাকা বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। তাতে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৫। আজ সকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তাতে মানুষজন রীতিমতো ভয় পেয়ে যান। যখন সবাই ছুটে আসেন তখন দেখেন মানুষজন ঝলসে গিয়ে কাতড়াচ্ছেন রাস্তায়।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, বাজি কারখানা যে বিস্ফোরণ হয়েছে তার তীব্রতা এতটাই ছিল যে, এলাকা কেঁপে ওঠে। এই বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের জেরে একের পর এক মানুষ দগ্ধ হয়ে মারা যান। এছাড়া কারখানার মধ্যে থাকা পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেসরকারি বাজি প্রস্তুতকারী সংস্থা ছিল ভিরাগালুর হ্যামলেট এলাকার ভেট্রিয়ুর গ্রামে। এখানেই বাজি তৈরি হতো স্থানীয় অনুষ্ঠান এবং মন্দিরে পুজোপার্বণ উপলক্ষ্যে। বিস্ফোরণের জেরে আগুন লেগে গিয়েছিল।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ স্থানীয় সূত্রে খবর, বাজি কারখানায় আগুন ও তার জেরে বিস্ফোরণের ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে গোটা এলাকা। ছিটকে পড়েছে একাধিক দেহ। দমকলের একাধিক ইঞ্জিন এখানে এসে আগুন নেভায়। আরিয়ালুর এবং পেরামবালুর জেলা থেকে দমকল ছুটে যায়। তারপর দেহগুলি সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে ৯ জনের মৃত্যু হয়েছে। আর আশঙ্কাজনক পাঁচজনকে তাঞ্জাভুর সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এই বাজি কারখানা বিস্ফোরণ এবং একসঙ্গে এতজন মানুষের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:‌ যোগেশচন্দ্র চৌধুরী ল’‌ কলেজের মামলা থেকে সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ, কেন?‌

আর কী জানা যাচ্ছে?‌ তবে এই হৃদয়বিদারক ঘটনা শুনে এগিয়ে এসেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এই দুর্ঘটনার জন্য মৃতদের পরিবার পিছু ৩ লক্ষ টাকা, গুরুতর জখমদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর দুই মন্ত্রী এসএস শিবশঙ্কর এবং সিভি গণেশন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। আর গোটা বাজি কারখানা পরিদর্শন করবেন। সেখান থেকে একটি রিপোর্টও তৈরি করবেন তাঁরা বলে সূত্রের খবর।

পরবর্তী খবর

Latest News

‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে 'মমতা আসতে বাধ্য হন…কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম…', প্রশ্ন জুনিয়র ডাক্তারদের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.