নাথুরাম গডসের প্রশংসা! তাও আবার এক অধ্যাপকের সমাজমাধ্যমে পোস্ট। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, কালিকট (এনআইটি-সি) এর একজন অধ্যাপক ডঃ শৈজা আন্দাভান, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের উপর একটি ফেসবুক পোস্টে করা একটি মন্তব্যের জন্য বিতর্কিত হয়েছেন। মন্তব্যটি ‘অ্যাড কৃষ্ণ রাজ’ নামে একটি প্রোফাইল থেকে করা হয়েছিল। আর এই পোস্ট ঘিরেই বর্তমানে তৈরি হয়েছে নিন্দার ঝড়!
পোস্টটিতে গডসের একটি ছবি এবং একটি ক্যাপশন ছিল যে তিনি ভারতের অনেক মানুষের কাছে একজন নায়ক ছিলেন। এই পোস্টে আন্দাভান 'ভারতকে বাঁচানোর জন্য গডসের জন্য গর্বিত' মন্তব্য করেছিলেন। মন্তব্যের একটি স্ক্রিনশট ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে এবং ব্যাপক সমালোচনার আমন্ত্রণ জানানো হয়েছে।
যদিও মন্তব্যটি পরে মুছে ফেলা হয়েছিল। এই বিষয়ে আন্দাভান বলেন, ‘এটি আমার ব্যক্তিগত মতামত। কেউ আমাকে এটি মুছে ফেলতে বলেছিল, তাই আমি এটি মুছে দিয়েছি। আসলে, আমি হত্যার পক্ষে দাঁড়াই না। যদি লোকেরা ভুল বোঝে... তাই আমি এটি মুছে দিয়েছি। আমি যা জানাতে চেয়েছিলাম তা জানানো হয়নি।’
অন্যদিকে কেএসইউ এবং এসএফআই ছাত্র সংগঠনগুলি অধ্যাপকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে খুন করেছিলেন নাথুরাম গডসে। এরপর তার আদালতে বিচার হয় ও তার ফাঁসি হয়। বিগত কিছুদিন ধরেই অনেক উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের তরফ থেকে গডসেকে হিরো প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। তাদের মতে যেহেতু মহাত্মা বিশেষ এক সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে কথা বলেছিলেন, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় গডসে। এটি খুন নয়, রাজনৈতিক হত্যা বলেই তাদের দাবি। যদিও মেইনস্ট্রিম রাজনৈতিক দলগুলির তরফ থেকে সেভাবে এই চিন্তাধারাকে আমল দেওয়া হয়নি। গডসের সমর্থনে কথা বলা লোকদের বিরুদ্ধে ক্ষেত্রবিশেষে ব্যবস্থাও নিয়েছে দল। তবে একজন উচ্চশিক্ষিত প্রফেসরের এহেন কথা নিশ্চিত ভাবেই যে উদ্বেগজনক তা বলা বাহুল্য। এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেধেছে। আগামিতে তা আরও বড় আকার ধারণ করতে পারে বলেই মনে করা হচ্ছে।