বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh Fuel Crisis: সপ্তাহে দু'দিন বন্ধ স্কুল-কলেজ, অফিসের সময়ও কমলো, নেপথ্যে কী?

Bangladesh Fuel Crisis: সপ্তাহে দু'দিন বন্ধ স্কুল-কলেজ, অফিসের সময়ও কমলো, নেপথ্যে কী?

বাংলাদেশে সপ্তাহে দু'দিন বন্ধ স্কুল-কলেজ

বাংলাদেশে জ্বালানি বাঁচানোর জন্য নেওয়া হল একাধিক পদক্ষেপ। এখন থেকে সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে স্কুল-কলেজে, অফিসের সময়ও কমানো হল।

বাংলাদেশ সরকার জ্বালানি বাঁচাতে নিল নতুন পদক্ষেপ। অফিসের সময়ে আনল বড়সড় পরিবর্তন। ২৪ অগস্ট থেকে সকাল আটটা থেকে দুপুর ৩টে অবধি খোলা থাকবে প্রতিটা সরকারি এবং সরকারের অধীনস্থ অফিস। ব্যাংক খোলা রাখা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৪টে অবধি। বাদ দেওয়া হল না শিক্ষা প্রতিষ্ঠানকেও। এখন থেকে প্রতি সপ্তাহে দু'দিন করে বন্ধ রাখা হবে স্কুল কলেজ। এমনটাই জানা গিয়েছে ওপার বাংলার সরকারের তরফে।

খন্দকার আনোয়ার ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন আগামী বুধবার থেকেই এই নিয়ম কার্যকর করা হবে। শেখ হাসিনা এই সিদ্ধান্ত সোমবার, ২২ অগস্ট নিয়েছেন বলেই জানিয়েছেন তিনি। এদিন মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি কোন পথে বাঁচানো যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছিল, তখনই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। কেন জ্বালানি বাঁচানো হবে? জানা গিয়েছে বাংলাদেশে যাতে নির্বিঘ্নে, নিরবিচ্ছিন্ন ভাবে এমন ধান চাষ করা যায়, সেচের জন্য যাতে বিদ্যুৎ সরবরাহ করা যায় দেশ জুড়ে তাই এই পদক্ষেপ।

পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমেই মাঝ রাত থেকে ভোরবেলা অবধি বিদ্যুৎ সরবরাহ করা হবে সেচ কাজের জন্য। এমনটাই জানানো হয়েছে শেখ হাসিনার সরকারের তরফে। এর ফলে দু'দিকে লাভ হবে বলে বলেই জানিয়েছেন খন্দকার আনোয়ার ইসলাম। জ্বালানি বাঁচবে, আবার ট্রাফিকও কমবে। যতদিন না নতুন ঘোষণা করা হচ্ছে ততদিন এই ব্যবস্থাই চালু থাকবে বলেই তিনি জানিয়েছেন। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী করবে সেটার সিদ্ধান্ত তারাই নেবে।

চলতি মাসেই বাংলাদেশ এক লাফে অনেকটা দাম বাড়িয়েছে পেট্রোপণ্যের, এই তালিকায় অকটেন, পেট্রোল, ডিজেল সহ কেরোসিন তেল আছে। প্রায় ৫০ শতাংশ বেড়েছে জ্বালানির দাম। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণেই বাংলাদেশ তাদের দেশেও তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছে। কিন্তু ২০২২ এর জুলাই থেকেই ওপার বাংলায় জ্বালানি ঘাটতি দেখা যাচ্ছে। তাই জ্বালানি বাঁচাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুল, কলেজ, অফিসের সময় বদলের সঙ্গেই রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন ২২ অগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী মাস থেকে, অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই ঢাকার সমস্ত দোকান রাত ৮টা এবং রেস্তোরা রাত ১১টা এবং ওষুধ রাত ১২টার পর বন্ধ করে দিতে হবে নির্দেশ মেনে।

বন্ধ করুন