
বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ১ জঙ্গি, আটকে পড়েছে ২ সন্ত্রাসবাদী
১ মিনিটে পড়ুন . Updated: 22 Aug 2020, 02:09 PM IST- সিআরপিএফ, ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ দল অভিযান চালাচ্ছে।
জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল এক জঙ্গি। কমপক্ষে দুই জঙ্গি আটকেও রয়েছে বলে ধারণা সিআরপিএফ আধিকারিকদের।
সংবাদসংস্থা পিটিআইকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বারামুল্লার ক্রিরির চেক-ই-সালুসা এলাকায় জঙ্গিদের গতিবিধি নিয়ে নির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।
পরে সিআরপিএফের তরফে বলা হয়েছে, ‘সিআরপিএফের ১৭৬ নম্বর ব্যাটেলিয়ন, এসওজি ক্রিরি এবং ৫২ রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের তল্লাশি অভিযানের সময় (আজ) সকাল ১১ টা ৪৫ মিনিটে গুলির লড়াই শুরু হয়। এক জঙ্গিকে খতম করা হয়েছে। দুই জঙ্গি আটকে আছে বলে মনে করা হচ্ছে। গুলির লড়াই চলছে।’
শনিবার যেখানে গুলির লড়াই চলছে, তা ওয়াটারগাম ক্রিরির কাছেই অবস্থিত। ওই এলাকায় গত সোমবার নিরাপত্তা বাহিনীর যৌথ টহলদারি বাহিনীর উপর হামলা চালিয়েছিল একদল জঙ্গি। সেই ঘটনায় পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছিল। খতম করা হয়েছিল তিন জঙ্গিকে। তাদের মধ্যে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার সাজ্জাদ হায়দার ছিল বলেও জানানো হয়েছিল।