ওপারে পেঁয়াজ থেকে শুরু করে ডিম–সহ নিত্যপ্রয়োজনীয় আনাজের দাম লাগামছাড়া হতে দেখা যায় বেশিরভাগ সময়ে। দাম বৃদ্ধির ফলে পদ্মাপারের মানুষজনের নাভিশ্বাস ওঠে। তাই পেঁয়াজ–সহ নানা জিনিসের জন্য বাংলাদেশকে নির্ভর করতে হয় ভারতের উপর। যদিও এই দুই দেশের মধ্যে রক্তঋণের সম্পর্ক রয়েছে। তাই নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল তারা। এবার রমজানের মধ্যে বড় বিপদে পড়তে চলেছে পড়শি বাংলাদেশ। কারণ ২৩ মার্চ ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করল কেন্দ্রীয় সরকার।
এপারেও যে পেঁয়াজ খুব সস্তা তা নয়। তবে বাংলাদেশের থেকে ভাল জায়গায় রয়েছে ভারত। পেঁয়াজ রফতানি জারি রাখলে এদেশে দাম বাড়তে থাকবে। এপারের বাজারে পেঁয়াজের দামে লাগাম টানতে ২০২৩ সালের ডিসেম্বর মাসেই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৩১ মার্চ। যার সময় আসন্ন। তাই আগেভাগেই শনিবার আবার বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ থাকবে। ভারতের এই নিষেধাজ্ঞার জেরে রোজার সময় অনেকটা বিপাকে পড়তে চলেছে শেখ হাসিনার সরকার। সুতরাং ওপারে পেঁয়াজের দাম কোথায় পৌঁছবে সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: আরও বাড়ল মৃত্যুর সংখ্যা, গার্ডেনরিচ কাণ্ডে থামছে না মৃত্যুমিছিল, শেষ কোথায়?
তাছাড়া এই দেশেও নানা প্রাকৃতিক দুর্যোগের জেরে পেঁয়াজ ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে বারবার। যা থেকে বেরিয়ে আসা যায়নি। আবার কালবৈশাখী আসার সময় হয়ে গিয়েছে। ফলে তাতে পেঁয়াজের ক্ষতি হতে পারে। সুতরাং এই দেশেই পেঁয়াজের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করছেন, দ্রুতই হয়তো ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে ভারত। এখন বাংলাদেশে নিষেধাজ্ঞা থাকার জেরে ভারতে পেঁয়াজের দাম কমেছে। এখন ভারতে পেঁয়াজ উঠতে শুরু করার ফলে ফসলের দাম পেতে পেঁয়াজ রফতানি বন্ধ করতে হয়েছে ভারতকে। আর তাতেই বাংলাদেসের সমস্যা বাড়তে শুরু করেছে।
এছাড়া নিষেধাজ্ঞার মধ্যেও গত ৪ মার্চ ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রফতানি করার অনুমতি দিয়েছিল ভারত। তাতে পরিস্থিতি মন্দের ভাল হয়েছিল। এদিক ওদিক থেকে ম্যানেজ করে চালাচ্ছিল বাংলাদেশ। অনেকটা অস্বস্তি কাটিয়ে উঠতে পেরেছিল শেখ হাসিনা সরকার। সেখানে এবার সেই অস্বস্তি কাটানো সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান সবপক্ষই। বিশ্বের অন্যতম বড় পেঁয়াজ রফতানি করার দেশের নাম ভারত। বাংলাদেশ–সহ মালয়েশিয়া, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহি ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা। সেখানে অন্য দেশের সমস্যা যেমন হবে তেমন ভারতের ব্যবসাও ধাক্কা খাবে।