বাংলা নিউজ > ঘরে বাইরে > Online Game: অনলাইন গেম নিয়ে এবার বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, আসক্তি কমবে?

Online Game: অনলাইন গেম নিয়ে এবার বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, আসক্তি কমবে?

অনলাইন গেম নিয়ে এবার পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।. (REUTERS/Florence Lo/File Photo) (REUTERS)

ন, ভারত ফ্যান্টাসি স্পোর্টসের বড় বাজার। প্রায় ২০০ কোম্পানি, ১৩ কোটি ব্যবহারকারী রয়েছেন এখানে। এখানে প্রায় ৩৪,০০০ কোটির লেনদেনও হয়। তবে এই অনলাইন গেমে আসক্তিও রয়েছে অনেকের। সবদিক খেয়াল রেখেই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র।

দীক্ষা ভরদ্বাজ

অনলাইন গেম নিয়ে এবার আরও সতর্ক হচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। মূলত অনলাইন গেমের উপর নজরদারির জন্য এই টাস্ক ফোর্স কাজ করবে। এই প্যানেলের মধ্যে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্য়ান্ড ইয়ুথ অ্যাফেয়ার্স, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, লিগাল অ্যাফেয়ার্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির প্রতিনিধিরা থাকছেন ।

মূলত এই কমিটি অনলাইন গেমের ক্ষতিকারক দিকগুলি খতিয়ে দেখবেন। সেই অনুসারে ব্যবস্থা নেবেন। অনলাইন গেমের আসক্তির জেরে কেউ যাতে ক্ষতির মুখে না পড়েন সেটাও দেখবে এই কমিটি। পাশাপাশি এই টাস্ক ফোর্স বিশেষজ্ঞদের কাছ থেকেও পরামর্শ নেবে বলে জানিয়েছে। আগামী তিন মাসের মধ্যে তারা এই রিপোর্ট জমা করবে।

ওয়াকিবহাল মহলের মতে, অনলাইন গেমের ক্ষেত্রেও জিএসটি আরোপ করার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। মূলত ক্যাসিনো, রেস কোর্স ও জুয়ার ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা রয়েছে সেটাও অনলাইন গেমে প্রয়োগ করার ব্যাপারে সুপারিশ করা হবে।  এনিয়ে গ্রুপ অফ মিনিস্টার তাদের রিপোর্ট চূড়ান্ত করবে বলে খবর। 

এদিকে আমেরিকাতে নানাভাবে এই ধরনের জুয়াকে নির্দিষ্ট নিয়মের বন্ধনে আবদ্ধ রাখার নজির রয়েছে। একাধিক দেশে এই ধরনের গেমকে গেম অফ স্কিল বলেও উল্লেখ করা হয়। UK-তে ফ্যান্টাসি স্পোর্টসকে সরাসরি জুয়া বলেই গণ্য করা হয়। সেই অনুসারে UK Gambling law প্রয়োগ করা  হয় এই ধরনের খেলার উপর। টেক পলিসি থিঙ্ক ট্যাঙ্কের প্রতিষ্ঠাতা কাজিম রিজভি জানিয়েছেন, ভারত ফ্যান্টাসি স্পোর্টসের বড় বাজার। প্রায় ২০০ কোম্পানি, ১৩ কোটি ব্যবহারকারী রয়েছেন এখানে। এখানে প্রায় ৩৪,০০০ কোটির লেনদেনও হয়।

বন্ধ করুন