বাংলা নিউজ > ঘরে বাইরে > EC Appointment: 'যুগান্তকারী নির্দেশ', নির্বাচন কমিশনার নিয়োগে কমল কেন্দ্রের ক্ষমতা, সুপ্রিম রায়ে খুশি বিরোধীরা

EC Appointment: 'যুগান্তকারী নির্দেশ', নির্বাচন কমিশনার নিয়োগে কমল কেন্দ্রের ক্ষমতা, সুপ্রিম রায়ে খুশি বিরোধীরা

কোর্টের রায়ে উচ্ছ্বসিত বিরোধীরা

সুপ্রিম কোর্ট জানিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচনী কমিশনারদের নিয়োগে থাকবে একটি প্যানেল। প্যানেলে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উল্লেখ্য, বৃহস্পতিবার ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই রায় দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনে নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় প্রকাশ্যে আসতেই তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশিত হয়েছে বিরোধীদের তরফে। উল্লেখ্য দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি বড় অধ্যায় হিসাবে উঠে এল এই রায়। নির্বাচন কমিশনের উচ্চপদে নিয়োগ যাতে স্বচ্ছ্ব হয়, তার দাবিতে মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। আর তার রায়ে, সুপ্রিম কোর্ট জানিয়েছে, এক বিশেষ প্যানেলের হাত ধরে নিয়োগের কথা। যে সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছে বিরোধীরা।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচনী কমিশনারদের নিয়োগে থাকবে একটি প্যানেল। প্যানেলে থাকবেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। উল্লেখ্য, বৃহস্পতিবার ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই রায় দেওয়া হয়েছে। বেঞ্চের পর্যবেক্ষণে সাফ জানানো হয়েছে,'নির্বাচন অবশ্যই স্বচ্ছ্ব হওয়া প্রয়োজন। আর নির্বাচন কমিশনের সেই স্বচ্ছ্বতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।' ঘটনার ভূয়সী প্রশংসায় বিজেপি বিরোধী সমস্ত দল থেকেই পর পর বার্তা উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। তৃণণূলের ডেরেক ও ব্রায়ান এই রায়কে ‘বড় ঘটনা’ বলে দাবি করেছেন। নির্বাচন কমিশনের ইংরেজি আদ্য অক্ষর EC নিয়ে তিনি লেখেন, যা ‘এক্সট্রিমলি কম্প্রাইজড’ (ভীষণভাবে অন্তর্ভূক্ত) ছিল তা ফের ‘এক্সট্রিমলি কম্পিটেন্ট’(অত্যন্ত দক্ষ) হয়ে উঠতে পারে। উদ্ধব ঠাকরে পক্ষের শিবিরের প্রিয়াঙ্কা চতুর্বেদীও এই ঘটনার ভূয়সী প্রশংসা করেন। তিনি ঘটনাকে ল্যান্ডমার্ক বলে উল্লেখ করেছেন। ( তালিবানের হাতে খুন আইএস জঙ্গি! গোপনে নাশকতার ছকের খবর পেতেই অভিযান)

 

প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইটে লেখেন, ‘ নির্বাচন কমিশনের শীর্ষ নিয়োগে সুপ্রিম কোর্টের যুগান্তকারী নির্দেশ।’ তিনি তুলে ধরেন পুরনো নিয়মের থেকে এই নিয়োগ প্রক্রিয়া কতটা আলাদা হতে চলেছে তার কথা। আগে দেশের প্রধানমন্ত্রী একাই নিয়োগ নিয়ে সুপারিশ করতে পারতেন। তবে বর্তমানে এল বদল। এবার সুপ্রিম কোর্টের নির্দেশিত প্যানেলের সদস্যরা সকলে মিলে এই নিয়োগের দায়িত্ব গ্রহণ করবেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

বন্ধ করুন