বাংলা নিউজ > ঘরে বাইরে > Youth Wins crore in gaming app: ওদিকে পাকিস্তানের হার, এদিকে ভারতের ইশতিয়াকের জয়! গেমিং অ্যাপে কোটি টাকা জিতলেন যুবক

Youth Wins crore in gaming app: ওদিকে পাকিস্তানের হার, এদিকে ভারতের ইশতিয়াকের জয়! গেমিং অ্যাপে কোটি টাকা জিতলেন যুবক

পাকিস্তান বিশ্বকাপ টি ২০তে হেরে যেতেই লাভের মুখ দেখলেন ইশতিয়াক।

গত ৪ বছর ধরে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে নানান অ্যাপগুলিতে টিম তৈরির প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ইশতিয়াক। এই বছর টি ২০ বিশ্বকাপে ফাইনাল ছিল পাকিস্তান বনাম ইংল্যান্ডের। সেই সময়ও ইশতিয়াক মত্ত ছিলেন গেমিং অ্যাপে টিম বানানোর খেলায়। ইশতিয়াকের মতো বহু ক্রিকেট প্রেমীরাই সেখানে নিজের টিম বানিয়েছেন।

ওদিকে হেরে গেল পাকিস্তান, আর এদিকে ভারতের রামপুরে জিতে গেলেন ইশতিয়াক! উত্তর প্রদেশের দারিয়ালের রামপুরের বাসিন্দা ইশতিয়াক ‘জিতেছেন’ কোটি টাকা। ইশতিয়াকের জয় আর পাকিস্তানের হারের মধ্যে যোগসূত্র ক্রিকেট! কারণ ক্রিকেট টি ২০ বিশ্বকাপের সময়ই হওয়া এক অনলাইন গেমিংয়ের মাধ্যমে এই কোটি টাকা জিতে নেন ইশতিয়াক।

গত ৪ বছর ধরে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে নানান অ্যাপগুলিতে টিম তৈরির প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ইশতিয়াক। এই বছর টি ২০ বিশ্বকাপে ফাইনাল ছিল পাকিস্তান বনাম ইংল্যান্ডের। সেই সময়ও ইশতিয়াক মত্ত ছিলেন গেমিং অ্যাপে টিম বানানোর খেলায়। ইশতিয়াকের মতো বহু ক্রিকেট প্রেমীরাই সেখানে নিজের টিম বানিয়েছেন। এরপর দেখা যায়, ইশতিয়াকের বানানো টিমের ছয় জন ইংল্যান্ডের ক্রিকেটারের নাম রয়েছে টি ২০ বিশ্বকাপের ইংল্যান্ডের ক্রিকেটারদের তালিকায়। আর ইশতিয়াকের বানানো পাকিস্তানের টিমে যে ৫ ক্রিকেটার ছিলেন তাঁরাই আবার পাকিস্তানের টিমেও রয়েছেন বলে দেখা যায়। ফলে মিল খানিকটা কাছাকাছি আসতে থাকে। যেহেতু ইশতিয়াকের বানানো টিমের সব ক্রিকেটারই ইংল্যান্ড ও পাকিস্তানের হয়ে ভালো খেলেছিলেন সেদিন, তাই তাঁদের পক্ষে পয়েন্টও বাড়তে থাকে গেমিং অ্যাপে। এরফলেই ইশতিয়াক এগিয়ে যেতে থাকেন কোটি টাকা রোজগারের দিকে। 

প্রথমের দিক থেকে ইশতিয়াকের কাছে ১.৩৫ কোটি টাকা জমে যায়। ফলে এই কোটির অঙ্ক দিতে নেন তিনি। পরে তার থেকে টিডিএস কেটে নিয়ে ৯৪.৫০ লাখ টাকা পড়ে থাকে। ফলে পাকিস্তানের হারের দিন খুশির মেজাজ দেখা দেয় ভারতের ইশতিয়াকের পরিবারে। ছেলে কোটি টাকার অঙ্ক জিতে বাজিমাত করায় রীতিমতো খুশি পরিবার। 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন