বিগত বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানে পরপর খুন হয়েছে অনেক জঙ্গি নেতা। এবার আততায়ীর গুলিতে প্রাণ গেল সেই দেশের এক আন্ডারওয়ার্ল্ড ডনের। লাহোরের কুখ্যাত ডন আমির বলাজ টিপু খুন হয়েছে ১৮ ফেব্রুয়ারি রবিবার। রিপোর্ট অনুযায়ী, একটি বিয়ের অনুষ্ঠানে খুন হয় বলাজ। উল্লেখ্য, এই বলাজ হল আরিফ আমির ওরফে টিপু ট্রাকওয়ালার ছেলে। এর আগে এই টিপু ট্রাকওয়ালাও আততীয়দের গুলিতে খুন হয়েছিল আলামা ইকবাল বিমানবন্দরে। এদিকে বলাজের ঠাকুরদাও হিংসার সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে পাক সংবাদপত্র 'ডন'-এর রিপোর্টে। (আরও পড়ুন: আধার নিষ্ক্রিয়তার চিঠি পেলে কী করতে হবে? কোথায় মিলতে পারে সমাধানসূত্র?)
আরও পড়ুন: এবার রাজ্যে LPG সিলিন্ডারের 'আকাল', সময়ে গ্যাস না পেয়ে সমস্যায় গ্রাহকরা
রিপোর্ট অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে বলাজ এবং দুই অতিথি দাঁড়িয়ে কথা বলছিল। সেই সময় এক বন্দুকবাজ এসে হামলা চালায় বলাজের ওপরে। গুলিবিদ্ধ মাটিতে লুটিয়ে পড়ে বলাজ এবং দুই অতিথি। সেই সময় বলাজের বন্দুকধারী অনুগামীরা পালটা গুলি চালায় সেই আততায়ীর ওপরে। তাদের গুলিতে বলাজের আততায়ীর মৃত্যু হয়। এদিকে বলাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও বলাজকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন: বাংলায় আরও এক দফায় বাড়বে ডিএ, সরকারি কর্মীদের পকেটে ঢুকবে কত বেশি বেতন?
এর আগে একাধিক ঘটনায় পাকিস্তানের মাটিতে বেশ কয়েকজন ভারতবিরোধী জঙ্গি নেতাকে খুন করা হয়েছিল। এর আগে গতবছরের অক্টোবরে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-জব্বরের প্রতিষ্ঠাতা দাউদ মালিক। গত ২ বছরে পাকিস্তানে এই নিয়ে ১৭ জন ভারতবিরোধী সন্ত্রাসী নেতাকে খুন করা হয়েছে। এর আগে গতবছর অক্টোবর মাসের গোড়াতেই পাকিস্তানের মাটিতে খুন হয়েছিল জঙ্গি মুফতি কায়সার ফারুক। ২৬/১১ মুম্বই হামলার মাস্টার মাইন্ড তথা লস্কর-ই-তৈবার অন্যতম প্রধান নেতা হাফিজ সৈইদ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল সে। ফারুক হত্যাকাণ্ডের ভিডিয়ো ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। মাদ্রাসায় বাইকে করে এসে ফারুককে খুন করেছিল বন্দুকবাজরা।
এছাড়া গত অক্টোবরেই পাকিস্তানের শিয়ালকোটে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে মৃত্যু হয়েছিল জঙ্গি নেতা শহিদ লতিফের। এই লতিফের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৬ সালে পাঠানকোটে ভারতীয় বিমাবাহিনীক ঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিল সে। এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল লতিফ। তবে পাকিস্তানে আরামেই দিন কাটছিল তার। এর আগে গত ১২ সেপ্টেম্বর করাচিতে খুন হয়েছিল লস্কর জঙ্গি নেতা মৌলানা জিয়াউর রহমান।