এতদিন এক মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে ই-ওয়ালেটে ১০,০০০ টাকার বেশি যোগ করলে, দু'শতাংশ চার্জ লাগত। এবার থেকে যে কোনও পরিমাণ অর্থের ক্ষেত্রেই পেটিএম (Paytm) গ্রাহকদের সেই দু'শতাংশ ফি দিতে হবে।
গ্রাহকরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ই-ওয়ালেটে টাকা দিতে গেলে পেটিএমের (Paytm) তরফে একটি বার্তায় বলা হচ্ছে, 'ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা যোগ করলে নামমাত্র চার্জ হিসেবে দু'শতাংশ চার্জ দিতে হবে। সেই নামমাত্র চার্জ নেওয়া হচ্ছে, কারণ আপনি যখন ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা যোগ করেন, তখন আপনার ব্যাঙ্ক বা যেখান থেকে টাকা দিচ্ছেন, তাদের অনেকটা চার্জ দিতে হয়। বিনামূল্যে টাকা যোগ করতে দয়া করে ইউপিআই (UPI) বা ডেবিট কার্ড ব্যবহার করুন।' তবে একইসঙ্গে সেই বার্তায় জানানো হয়েছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে ই-ওয়ালেটে ন্যূনতম ৫০ টাকা যোগ করলে দু'শতাংশ ক্যাশব্যাক মিলবে।সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত সেই ক্যাশব্যাক পাওয়া যাবে।
বিষয়টি নিয়ে পেটিএম ব্যাঙ্কের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউপিআই (UPI), ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেটিএম-ওয়ালেটে টাকা দিতে পারেন গ্রাহকরা। তিনি বলেন, 'পেটিএম-ওয়ালেটে টাকা দেওয়ার জন্য ব্যাঙ্ক এবং ক্রেডিট কার্ড সংস্থাগুলি চার্জ নেয়। সেই দু'শতাংশ চার্জ এবার গ্রাহকদের বহন করতে হবে। যাঁরা নিজেদের ওয়ালেটে টাকা দেওয়ার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেন। অন্যান্য যে কোনও উৎস থেকে টাকা দেওয়ার খরচ বহন করব আমরা।'
তবে তিনি জানিয়েছেন, উৎসবের মরশুমে বিশেষ অফার হিসেবে ওয়ালেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের জন্য যে পাঁচ শতাংশ চার্জ ধার্য করা হত, তা সাময়িকভাবে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ওয়ালেটে যে টাকা আছে, তা অন্য ওয়ালেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিউআর কোড দিয়ে অনলাইন ও অফলাইনে দোকানদারদের টাকা দেওয়া, বিল দেওয়া-সহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। আমাদের গ্রাহকরা সেই ধরনের যাবতীয় লেনদেন বিনামূল্যে করতে পারবেন।’