বিশেষভাবে সক্ষম কর্মীর টুইটের রিপ্লাইতে প্রশ্ন ইলন মাস্কের। তবে শীঘ্রই তাঁর ভুল ভাঙে। কর্মীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন বিশ্বের ধনীতম ব্যক্তি।
1/5টুইটারে ঠিক কী কাজ করেন? বিশেষভাবে সক্ষম কর্মীর টুইটের রিপ্লাইতে প্রশ্ন ইলন মাস্কের। তবে শীঘ্রই তাঁর ভুল ভাঙে। কর্মীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন বিশ্বের ধনীতম ব্যক্তি। ছবি: টুইটার (Twitter)
2/5হ্যারালডার বা সংক্ষেপে ‘হালি’ নামের ওই কর্মী টুইটারে জানিয়েছিলেন, ৯ দিন আগে তাঁর কম্পিউটার সংযোগ কেটে দেওয়া হয়। আরও ২০০ টুইটার কর্মীর এই অবস্থা। কিন্তু তাঁর আদৌ চাকরি আছে, নাকি নেই, তা তাঁকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। সেই কারণেই শেষ পর্যন্ত টুইটারে ইলন মাস্কের উদ্দেশে টুইট করেন। এর রিপ্লাইতে ইলন জানতে চান, ‘আপনি কী কাজ করছিলেন?’ ছবি: টুইটার (Twitter)
3/5উত্তরে প্রথমে ওই কর্মী জানান, সেটি তিনি টুইটে বলতে পারবেন না। কারণ সেটি সংস্থার গোপনীয়তার নীতির বিরুদ্ধে। তবে তিনি লিখিত অনুমতি দিলে তা করতে পারেন। ছবি: টুইটার (Twitter)
4/5ইলন মাস্কের অনুমতি পাওয়ার পর ওই কর্মী নিজের কাজ ব্যাখা করেন। কিন্তু সেই ব্যাখায় সন্তুষ্ট হননি ইলন মাস্ক। সরাসরি রিপ্লাইতে জানিয়ে দেন তিনি। বলেন, এই কর্মী বিশেষভাবে সক্ষম হওয়ার অজুহাত দিয়ে কাজে ফাঁকি দিতেন। ছবি: টুইটার (Twitter)
5/5পরে অবশ্য ইলন ওই কর্মীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন তিনি। তাতে তাঁর ‘ভুল’ ভেঙেছে বলে জানান ইলন মাস্ক। ওই কর্মীর কাছে টুইটারে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। ছবি: টুইটার (Twitter)