লেন্সকার্টের পাশাপাশি CEO পিয়ুষ বনসলের হ্যান্ডেলকেও ট্যাগ করেছেন তিনি। টুইটে তিনি বলেন, লেন্সকার্টের অবাঞ্ছিত কল বন্ধ করতে আইনি পদক্ষেপের কথাও বিবেচনা করছেন।
1/5লেন্সকার্টের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিরক্তি প্রকাশ করলেন গ্র্যামি-জয়ী সঙ্গীতশিল্পী রিকি কেজ। তিনি বলেন, লেন্সকার্ট থেকে চশমা অর্ডার করেছিলেন। আর তারপর থেকে ক্রমাগত তাঁর কাছে ফোন এসেই চলেছে। ফাইল ছবি: টুইটার, লেন্সকার্ট (Twitter, Lenskart)
2/5লেন্সকার্টের পাশাপাশি CEO পিয়ুষ বনসলের হ্যান্ডেলকেও ট্যাগ করেছেন তিনি। টুইটে তিনি বলেন, লেন্সকার্টের অবাঞ্ছিত কল বন্ধ করতে আইনি পদক্ষেপের কথাও বিবেচনা করছেন। ফাইল ছবি: টুইটার (Twitter, Lenskart)
3/5রিকি কেজ বলেন, তাঁর মনে হচ্ছে, লেন্সকার্ট থেকে চশমা কিনে যেন তিনি অপরাধ করে ফেলেছেন। সংস্থার কল সেন্টার থেকে ক্রমেই তাঁর কাছে ফোন এসে চলেছে। ফাইল ছবি: টুইটার (Twitter, Lenskart)
4/5শুধু তাই নয়, গ্র্যামিজয়ী শিল্পী দাবি করেন, এর আগে তিনি কল সেন্টারকে বারবার অনুরোধ করেছেন, যাতে তাঁকে ফোন না করা হয়। তাঁর নম্বর কল সেন্টারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। তবে তাতেও লাভ হয়নি। ফাইল ছবি: টুইটার (Twitter, Lenskart)
5/5এমতাবস্থায় রিকির দাবি, তাঁর কাছে এখন দুইটি অপশন। হয় ফোন নম্বর বদলে ফেলা। নয় তো লেন্সকার্টের ওয়েবসাইট বন্ধ করা। আর সেই কারণেই এমন পরিস্থিতিতে আইনি পদক্ষেপের কথা ভাবছেন তিনি। প্রসঙ্গত, রিয়েলিটি টিভি শো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার কারণে বর্তমানে লেন্সকার্টের সিইও পীযূষ বনসল বেশ পরিচিত মুখ। ছবি: টুইটার (Twitter, Lenskart)