কোনও রিকিউজিশন স্লিপ বা সচিত্র পরিচয়পত্র ছাড়াই ২০০০ টাকার নোট বদলানো যাবে। এমনটাই জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। তবে এবার রিজার্ভ ব্যাঙ্কের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল দিল্লি হাইকোর্টে। কিন্তু হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছিল। এরপর সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আবেদনকারী। কিন্তু সেখানেও বড় ধাক্কা। এনিয়ে শুনানিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের তরফে বিশেষ মন্তব্য করা হয়েছে।
আইনজীবী অশ্বিনী উপাধ্য়ায় এই জনস্বার্থ মামলা করেছিলেন। তবে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এটা এক্সিকিউটিভ পলিসি ডিসিশন। এনিয়ে আদালত কিছু বলবে না।
এদিকে ওই আইনজীবীর তরফে আদালতে আবেদন করে বলা হয়েছিল, এভাবে কোনও সচিত্র পরিচয়পত্র ছাড়াই যদি ২০০০ টাকার নোট বদলানোর অনুমতি দেওয়া হয় তবে দুষ্কৃতী ও জঙ্গিরাও এই টাকা বদল করে নেবে।
এনিয়ে আপত্তি তুলেছিলেন ওই আইনজীবী। এরপরই দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিংহ এই মামলা খারিজ করে দেন। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, এটা এক্সিকিউটিভ পলিসি ডিসিশনের ব্যাপার।
এদিকে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, ২০০০ টাকার নোট বদলে নেওয়া যাবে ব্যাঙ্ক থেকে। নির্দিষ্ট সময়সীমার পরে এই নোটের আর কার্যকারিতা থাকবে না।
এদিকে এই নোট বদল করতে কোনও পরিচয়পত্র লাগছে না। এনিয়ে আপত্তি তুলেছিলেন ওই আইনজীবী। তাঁর মতে কোনও পরিচয়পত্র ছাড়াই যদি এই নোট বদলের অনুমতি দেওয়া হয় তবে এনিয়ে সমস্যা হতে পারে। কারণ দুষ্কৃতী ও সন্ত্রাসবাদীদের কাছে ২০০০ টাকার নোট থাকতে পারে। তারাও এই সুযোগে এই নোট বদল করে নেবে। সেকারণে পরিচয় পত্র দেখানোর নিয়ম করার জন্য তিনি আবেদন করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই আবেদন ধোপে টেকেনি আদালতে। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে এটা রিজার্ভ ব্যাঙ্কের নীতির ব্যাপার। এনিয়ে আদালত কিছু বলবে না।