বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi in UAE: মোদীর কথায় মন দিলেন প্রবাসীরা, সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান ভারতের PM-কে

Modi in UAE: মোদীর কথায় মন দিলেন প্রবাসীরা, সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান ভারতের PM-কে

আবু ধাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  (Photo by PIB / AFP)  (AFP)

সংযুক্ত আরব আমিরশাহিতে মাতিয়ে দিলেন মোদী। তাঁর কথা মুগ্ধ হয়ে শুনলেন সেখানকার মানুষ। 

মঙ্গলবার আবু ধাবিতে প্রবাসী ভারতীয়দের আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহলান মোদী কর্মসূচিতে তিনি প্রবাসী ভারতীয়দের প্রতি বিশেষ আহ্বান জানান।  জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অন্তত হাজারের বেশি ভারতীয় অপেক্ষা করছিলেন মোদীর জন্য। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্য়ে যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেকথাই তুলে ধরেন তিনি। দুদেশের মধ্যে যে দীর্ঘকালীন বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সেকথা তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী।

মূল যে সমস্ত বক্তব্যগুলি মোদী উল্লেখ করেছেন সেগুলি দেখা যাক একনজরে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে বিষয়টি জানা গিয়েছে। 

মোদী বলেন, আজ আবু ধাবিতে ইতিহাস তৈরি হল। সংযুক্ত আরব আমিরশাহি ও ভারতের বিভিন্ন এলাকা থেকে এখানে অনেকেই এসেছেন।  আমাদের পটভূমি যাই হোক, আমাদের হৃদয় একই বিষয়ে উদ্বেলিত, লং লিভ ইন্ডিয়া- সংযুক্ত আরব আমিরশাহি বন্ধুত্ব। 

সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান, অর্ডার অফ জায়েদ পেয়েছি। আমি ভাগ্যবান। এটা শুধু আমার নয়, সমস্ত ভারতবাসীর।

২০১৫ সালে আপনাদের সকলের পক্ষ থেকে যখন মন্দির তৈরির ব্যাপারে বলেছিলাম, তখন শেখ মহম্মদ বিন জায়েদ ব্যাপারটি মেনে নেন। এবার সেই মন্দিরের উদ্বোধনের সময় এসেছে।

একে অপরের উন্নয়নের শরিক আমরা।

১.৫ লাখ ভারতীয় পড়ুয়া সংযুক্ত আরব আমিরশাহিরস স্কুলে ভর্তি হয়েছে।দুবাইতে সিবিএসই অফিস খোলা হবে। 

দুই দেশের মধ্যে পারস্পরিক উন্নতি হাতে হাতে মিলিয়ে হচ্ছে। 

ভারতকে এখন বিশ্ববন্ধু বলে ডাকা হয়। বিশ্বের আলোচনা সভায় ভারতের বক্তব্যকে এখন গুরুত্ব দেওয়া হয়। 

সেই সঙ্গেই মোদী কি গ্যারান্টির কথাও তুলে ধরেন তিনি। 

২০৪৭ সালের দিকে লক্ষ্য রেখে ভারত কীভাবে এগিয়ে চলেছে সেকথাও তুলে ধরেন তিনি। অর্থনীতির দিক থেকে বিরাট উন্নতির দিকে এগোচ্ছে ভারত, একথাও উল্লেখ করা হয়। 

অন্যদিকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি মঙ্গলবার অন্তত আটটি ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে। তার মধ্য়ে উল্লেখযোগ্য হল বিনিয়োগ, বিদ্যুৎ সংক্রান্ত বাণিজ্য, ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সংক্রান্ত ব্যাপারে এই চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউএই প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নতুন কিছু চুক্তির বিষয় নিয়ে পারস্পরিক আলোচনা করেছেন।

বৈঠকে মোদী সংযুক্ত আরব আমিরশাহির নেতাকে নিজের 'ভাই' বলে উল্লেখ করেন এবং বলেন, তার মনে হচ্ছে তিনি নিজের বাড়িতে এসেছেন এবং যখনই তিনি আমীরশাহী সফরে যান তখনই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। গত সাত মাসে দুই নেতা পাঁচবার সাক্ষাৎ করেছেন এবং এটি সংযুক্ত আরব আমিরাতে মোদির সপ্তম সফর।

ভারতের সঙ্গে মহম্মদ বিন জায়েদের ঘনিষ্ঠতা এবং সংযুক্ত আরব আমিরশাহীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি বলেন, আবু ধাবিতে বিএপিএস মন্দির নির্মাণের মধ্যে এটি প্রতিফলিত হয়েছে, যা বুধবার মোদী উদ্বোধন করতে চলেছেন। হিন্দিতে তিনি বলেন, 'আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হত না।

 

ঘরে বাইরে খবর

Latest News

ভোটের চোখ রাঙানি? মে মাসে মুক্তি পাচ্ছে না কল্কি ২৮৯৮ এডি, কবে আসছে প্রভাসের ছবি LSG-র সর্বনাশে KKR-এর পৌষমাস, রাজস্থানকে ধরতে পারবে কেউ? লিগ টেবিলে মাথা তুলল DC MBSG-OFC সেমির দ্বিতীয় লেগে হাউসফুল যুবভারতী,বাড়িতে কীভাবে ফ্রি-তে দেখবেন ম্যাচ রাজনীতির ময়দানে নবাগতা রচনা, প্রচারের ফাঁকে প্রথম নায়িকাকে কী টিপস দিলেন দেব? মে দিবসে কি বন্ধ থাকবে সোনাগাছি? যৌনকর্মীদের ছুটি! সত্যিটা জেনে নিন স্পাইডারম্যান সেজে দিল্লির রাস্তায় বাইকস্টান্টে দাপাদাপি যুগলের! শেষে গ্রেফতার দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত 'অভূতপূর্ব!' অতি উত্তম দেখে চোখে জল তনুজার, প্রসেনজিৎ-পল্লবী সহ আর কারা এলেন? আমেঠি-রায়বেরেলিতে প্রার্থী কারা? খাড়গের কোর্টে বল, কী বলছেন নেতারা?

Latest IPL News

দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.