পোলিও নির্মূল করতে নানা চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। কিন্তু তার মধ্যেই জানা গিয়েছে, পাকিস্তানের পাঁচ শহর থেকে সংগৃহীত নমুনায় পোলিও ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মিলেছে। এটা যথেষ্ট উদ্বেগের বলে মনে করা হচ্ছে। শুক্রবার একটি মিডিয়া রিপোর্ট অনুসারে এমনটাই জানা গিয়েছে।
নিউজ ইন্টারন্যাশানালের একাধিক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, ন্যাশানাল ইনস্টিটিউট অফ হেলথ ইসলামাবাদ টাইপ ১ ওয়াইল্ড পোলিও ভাইরাসকে চিহ্নিত করেছে। গত অক্টোবরে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল।
সূত্রের খবর, সিন্ধ প্রদেশের করাচি থেকে চারটি, বালুচিস্তান প্রদেশের চারমান থেকে দুটি, পেশোয়ার, কোহাত ও নওশেরা থেকে একটি করে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে পাকিস্তানে পোলিও দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তার মধ্যেই সামনে এল উদ্বেগের খবর। মিডিয়া রিপোর্ট বলছে নতুন এই ৯টা যুক্ত হওয়ার পরে চলতি বছরে পজিটিভের সংখ্য়া দাঁড়াল ৬৪টিতে।
তবে পাকিস্তানে হিউম্যান পোলিও কেস ২০২৩ সালে হল ৪টি।
এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থাও এই পোলিও নির্মূল করার জন্য বার বার আবেদন করেছে। পাকিস্তান ও আফগানিস্তানের পরিস্থিতির কথাও এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। তবে সেই সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তান প্রসঙ্গে হু-এর তরফে জানানো হয়েছিল, তারা পোলিও দূর করতে সবরকম চেষ্টা করছে। পাকিস্তান ও আফগানিস্তানে তার চিহ্ন দেখা যাচ্ছে।
এদিকে গত ২ অক্টোবর, পাকিস্তান গোটা দেশ জুড়ে পোলিও বিরোধী অভিযান শুরু করে। ৫ বছরের নীচে ৪৪ মিলিয়ন শিশুকে এই কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয় বলে খবর।