বাংলা নিউজ > ঘরে বাইরে > Puri-Sharlimar Express Reschedule Timings: লাইনচ্যুত মালগাড়ি, ২ পুরী-শালিমার এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন ছাড়বে দেরিতে

Puri-Sharlimar Express Reschedule Timings: লাইনচ্যুত মালগাড়ি, ২ পুরী-শালিমার এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন ছাড়বে দেরিতে

পুরী-শালিমার গরিব রথ এক্সপ্রেস এবং পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস নির্ধারিত সময়ের পরে ছাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railways)

Puri-Sharlimar Express Reschedule Timings: পুরী-শালিমার গরিব রথ এক্সপ্রেস এবং পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস নির্ধারিত সময়ের পরে ছাড়বে।

ভুবনেশ্বর রেল ইয়ার্ডে লাইনচ্যুত হয়ে গিয়েছে মালগাড়ি। তার জেরে একাধিক ট্রেনের সময় পরিবর্তন হয়েছে। পুরী-শালিমার গরিব রথ এক্সপ্রেস এবং পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস নির্ধারিত সময়ের পরে ছাড়বে।

কখন ছাড়বে?

১) পুরী-শালিমার গরিব রথ এক্সপ্রেস: ২২ অগস্ট রাত ১০ টা ৫ মিনিটে পুরী থেকে ছাড়ার কথা ছিল। যা আজ (ইংরেজি মতে ২৩ অগস্ট) রাত ১ টা ৩০ মিনিটে ছাড়বে।

২) পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ২২ অগস্ট রাত ১০ টা ৪০ মিনিটের পরিবর্তে ২৩ অগস্ট (ইংরেজি মতে) রাত ২ টোয় ট্রেন ছাড়বে।

৩) ১২৮০ পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস: ২২ অগস্ট রাত ৯ টা ৫৫ মিনিটে ছাড়ার কথা ছিল। তবে দুর্ঘটনার জেরে রাত ১ টায় ছাড়বে।

বন্ধ করুন