বাংলা নিউজ > ঘরে বাইরে > Mahua Moitra on Women's Reservation Bill: 'মমতাই হলেন মহিলা সংরক্ষণ বিলের মা', গর্ব আর লজ্জা উভয়ের কথাই জানালেন মহুয়া

Mahua Moitra on Women's Reservation Bill: 'মমতাই হলেন মহিলা সংরক্ষণ বিলের মা', গর্ব আর লজ্জা উভয়ের কথাই জানালেন মহুয়া

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

মহুয়া বলেন, লোকসভা ভোটের ৬ মাস আগে এই বিল এনে এটা ডবল জুমলা( মিথ্যে প্রতিশ্রুতি) হতে পারে। এই বিলের নাম রাখা দরকার, women's reservation rescheduling bill'।

সপ্তর্ষি দাস

তৃণমূল এমপি মহুয়া মৈত্র। বুধবার তিনি মহিলা সংরক্ষণ বিলে তাঁর দলের সমর্থনের কথা ঘোষণা করেছেন। তবে তার সঙ্গেই তিনি জানিয়ে দেন সরকার এই বিল নিয়ে অযথা দেরি করেছে। আসলে ওদের একটা মতলব ছিল।

এমপি মহুয়া মৈত্র জানিয়েছেন, বিলের ৩৩৪ ধারায় বলা হয়েছে এই সংরক্ষণ তখনই লাগু হবে যখন খসড়া তালিকা প্রকাশ করা হবে। আর সেটা তখনই হবে যখন পরের জনগণনা হবে। সেই খসড়া তালিকার পরে এই সংরক্ষণ করা হবে। তার মানে কী দাঁড়াচ্ছে! এটা আসলে বিজেপির দুরকম কথা। তার মানে কবে এই ৩৩ শতাংশ সংরক্ষণ আসবে সেটা নিয়ে আমাদের কাছে কোনও তথ্য় নেই। কারণ পরের জনগণনার তারিখ এখনও নিশ্চিত নয়। আবার পরের খসড়া তালিকা প্রকাশের দিনও নিশ্চিত নয়। আর মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত বিষয়টি নির্ভর করছে এই দুই অনিশ্চিত তারিখের উপর।

সেই সঙ্গেই তাঁর সংযোজন লোকসভা ভোটের ৬ মাস আগে এই বিল এনে এটা ডবল জুমলা( মিথ্যে প্রতিশ্রুতি) হতে পারে। এই বিলের নাম রাখা দরকার, women's reservation rescheduling bill'।

তিনি বলেন, সরকার আনলটা কী? এটা মহিলা সংরক্ষণ বিল নয়। এটাকে women's reservation rescheduling bill' বলে নাম দেওয়া দরকার। এই দেশের মায়েরা কী ভাবছেন তাঁদের মেয়েদের অধিকার সুরক্ষিত থাকবে। কিন্তু ৭৫ বছর দেরি হয়ে গেল। এটা একদিকে আমার গর্ব। আর অন্যদিকে আমার লজ্জার। আমি সংসদে দাঁড়িয়ে মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা বলছি। এটা গর্বের যে আমার তৃণমূল দল ৩৭ শতাংশ মহিলাকে সংসদে প্রতিনিধি হিসাবে পাঠানোর টিকিট দিয়েছিলেন। আর আমি এমন একটি লোকসভাতে রয়েছি যে এখানকার ১৫ শতাংশ মহিলা প্রতিনিধি। সারা বিশ্বের গড় ২৬.৫ থেকে অনেক কম। গোটা এশিয়ায় এই গড় ২১ শতাংশ।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্য়ায় হলেন এই বিলের মা। তিনি আসল ভাবনার জন্ম দিয়েছিলেন। তিনি ৩৭ শতাংশ মহিলা প্রতিনিধিকে সংসদে পাঠানোর জন্য টিকিট দিয়েছিলেন।

 

পরবর্তী খবর

Latest News

মায়ের পুজোয় মেয়েদেরই প্রবেশ মানা, কেন প্রাচীন এই মন্দিরে চলে আসছে অদ্ভুত নিয়ম গুহা থেকে উদ্ধার করা বৃদ্ধের বয়স ১৮৮ নয় জেফ বেজসকে হারিয়ে বিশ্বের দ্বিতীয় ধনী এখন মার্ক জুকারবার্গ! বাংলাদেশে হিন্দুদের হাল নিয়ে গোয়ালিয়রে সরব হিন্দু মহাসভা, অশান্তি এড়াতে কড়াকড়ি এখনও সারেনি চোট, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে নেই বেন স্টোকস দিল্লিতে ৫ হাজার কোটির মাদকচক্রে কংগ্রেস যোগ নিয়ে মহারাষ্ট্রে সরব হলেন মোদী স্ত্রী ২-ভেড়িয়ার পর এবার অমরের পরিচালনায় অ্যাডভেঞ্চার ছবি! অভিনয়ে শাহরুখ? রবিতেও হলুদ সতর্কতা ৯ জেলায়, জোড়া ঘূর্ণাবর্তের জেরে অষ্টমীতে ভারী বৃষ্টি চলবে? খুবলে খেয়েছিল পৌষ্য পিটবুল, ১১ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে কান ফিরে পেল যুবক আল-কায়দার মদতে একঘণ্টায় ৬০০ জনকে গুলি করে খুন, ফরাসী গুপ্তচর রিপোর্টে চাঞ্চল্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.