একেবারে উল্কার গতিতে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে কাশ্মীরের এক কন্য়া খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছে, আমাদের স্কুলে নোংরা মেঝেতে বসতে হয়। প্রধানমন্ত্রী আপনি একটু দেখবেন দয়া করে। একটা ভালো স্কুল তৈরি করে দিন।
সিরাত নাজ। ছোট্ট মেয়ে। তার একটি ভিডিয়ো ঘুরছে ফেসবুকে। সেখানে তিনি আবেদন করেছে, আমার আপনাকে কিছু বলার রয়েছে( প্রধানমন্ত্রীকে)। আপনি সবার কথা শোনেন। আমার কথাও শুনুন আপনি।
ছোট্ট মেয়েটি সম্ভাষন করে বলে, মোদীজি। আমার একটা একথা বলার আছে। আমার কথা আপনি শুনুন। এটা আমাদের স্কুল। এটা প্রিন্সিপালের রুম। এখানে মেঝেতে বসতে হয়। এখানে আমাদের বসতে হয়। আমাদের একটা ভালো স্কুল বানিয়ে দিন না। এই দেখুন আমাদের স্কুলের মেঝে কত নোংরা।
আপনাকে একটাই অনুরোধ। আমাদের ইউনিফর্ম নোংরা হয়ে যায়। প্লিস মোদীজি আপনি একটা ভালো স্কুল বানিয়ে দেন। চারদিকে নোংরা। কবে থেকে পাশে স্কুল তৈরি হচ্ছে। বলছে ছোট্ট মেয়ে।
একেবারে ভিডিয়ো করে সে মোদীজির জন্য় গোটা স্কুল ঘুরিয়ে দেখিয়েছে। চারপাশে কত নোংরা সেটাও দেখিয়েছে কন্যা। টয়লেটের দুরবস্থার কথাও জানিয়েছে সে। মোদীজি আমি ভালো করে পড়তে চাই। কিন্তু স্কুলের মেঝেতে বসে ইউনিফর্ম নোংরা হয়ে যায়। এতে মা বকাবকি করে। আপনি প্লিজ আমাদের একটা ভালো স্কুল করে দিন। মিষ্টি আবেদন কাশ্মীরি কন্যার।
সে একেবারে মোবাইল নিয়ে ভার্চুয়াল ট্যুর করেছে স্কুল জুড়ে। কোথায় তাদের পড়তে বসতে হয়. গত পাঁচ বছর ধরে স্কুলের নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, সেটাও পড়ে রয়েছে। চারদিকে নোংরা, শৌচাগারের সমস্যা সহ নানা বিষয় সে ঘুরে দেখিয়েছে। এরপর দেশের প্রধানমন্ত্রীর কাছে তার আবেদন আপনি তো সবার কথা শোনেন। আমার আবেদনটাও একবার শুনুন।
তবে ছোট্ট মেয়ের এই আবেদন শেষ পর্যন্ত মোদীর কাছে গিয়েছে কি না সেটা জানা যায়নি। তবে নেটিজেনরা ছোট্ট মেয়ের এই ভিডিয়ো দেখে অত্যন্ত আবেগ বিহ্বল। অনেকেই চাইছেন তাদের স্কুলটি সুন্দর করে তৈরি করে দিক সরকার। একটা ভালো স্কুল চাইছে ছোট্ট মেয়ে। ভালো করে পড়াশোনা করতে চাইছে সে।