বাংলা নিউজ > ঘরে বাইরে > Retail Inflation-সবজির দাম কমলেও বাড়ছে দানাশস্য, দুধের দাম! মুদ্রাস্ফীতিতে নাকাল মধ্যবিত্ত

Retail Inflation-সবজির দাম কমলেও বাড়ছে দানাশস্য, দুধের দাম! মুদ্রাস্ফীতিতে নাকাল মধ্যবিত্ত

জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে হ্রাস পেলেও এখনই খুব স্বস্তির ইঙ্গিত নেই। রিজার্ভ ব্যাঙ্কের নীতি অনুযায়ী, মূল্যস্ফীতি ২-৬-এর মধ্যে থাকলে পরিস্থিতি অনুকূল। অর্থাত্, এখনও সামান্য চিন্তার জায়গা আছে বৈকি।  

অন্য গ্যালারিগুলি