গঙ্গাভারম বন্দরের কাছে রাষ্ট্রীয় ইস্পাত নিগমের একটি কারখানা রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই বন্দরের মালিকানা আদানি গ্রুপের। ফলে এই কারখানা পেয়ে গেলে আদানি গোষ্ঠীর দারুণ লাভ হবে বলে মনে করা হচ্ছে।
1/5রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড বা সংক্ষেপে RINL। লাভজনক এই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাতেও বেসরকারি অংশীদারিত্ব বাড়াতে চাইছে কেন্দ্র সরকার। ফাইল ছবি: আরআইএনএল (RINL)
2/5আর সেই কারণে ২০২৩ সালের জানুয়ারির মধ্যেই সংস্থায় বিনিয়োগের জন্য আগ্রহ (EoI) প্রকাশের আমন্ত্রন জানানো হয়েছে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এর উল্লেখ করা হয়েছে। ফাইল ছবি : রয়টার্স (RINL)
3/5রিপোর্ট অনুযায়য়ী RINL-এ নিজের সম্পূর্ণ অংশীদারিত্বই বিক্রি করে দেবে কেন্দ্র। লাভজনক এই সংস্থায় বিনিয়োগের দৌড়ে রয়েছে টাটা স্টিল, JSW স্টিল এবং আদানি গোষ্ঠীর মতো নামজাদা সংস্থা। প্রতীকী ছবি : রয়টার্স (RINL)
4/5এই বিষয়ে ওয়াকিবহাল সূত্রের দাবি, মোট ৭টি সংস্থা এই অধিগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আর তা হবে না-ই বা কেন। ২০২১-২২ অর্থবর্ষে ৯১৩ কোটি টাকার মুনাফা করেছে এই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা। প্রতীকী ছবি : রয়টার্স (RINL)
5/5২০২১-২২ অর্থবর্ষে RINL-এর টার্নওভার ২৮,২১৫ কোটি টাকার। সংস্থার অধীনে প্রায় ২২ হাজার একর জমি রয়েছে। গঙ্গাভারম বন্দরের কাছে রাষ্ট্রীয় ইস্পাত নিগমের একটি কারখানা রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই বন্দরের মালিকানা আদানি গ্রুপের। ফলে এই কারখানা পেয়ে গেলে আদানি গোষ্ঠীর দারুণ লাভ হবে বলে মনে করা হচ্ছে। প্রতীকী ছবি: রয়টার্স (RINL)