বাংলা নিউজ > ঘরে বাইরে > Abdul Bari Siddiqui: 'ছেলে মেয়েকে বিদেশেই থাকার কথা বলেছি', দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন আবদুল সিদ্দিকি

Abdul Bari Siddiqui: 'ছেলে মেয়েকে বিদেশেই থাকার কথা বলেছি', দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন আবদুল সিদ্দিকি

মুখ খুললেন আরজেডি নেতা আবদুল সিদ্দিকি।

বিহারের প্রাক্তন মন্ত্রী আবদুল বারি সিদ্দিকি বলছেন, ‘আমার ছেলে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আর মেয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করেছেন। আমি আমার মেয়ে ও ছেলে দুজনকেই বলেছি যে যাতে বিদেশেই কাজ করে। আর যদি সম্ভব হয়, তাহলে সেদেশের নাগরিকত্ব নিতে হবে।’এরসঙ্গেই তিনি বলেন,'আমি তাঁদের বলেছি অবস্থা এমনই যে আমি জানি না যে তাঁরা এগুলি সহ্য করতে সমর্থ হবে নাকি হবে না।'

মোদী সরকারের বিরুদ্ধে এবার তোপ দেগে দেশে মুসলিমদের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আরজেডি নেতা আবদুল বারি সিদ্দিকি। তিনি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'আমি আমার ছেলে মেয়েকে বলেছি, বিদেশে চাকরি করতে, যদি সম্ভব হয় সেখানের নাগরিকত্ব নিয়ে নাও।' 

বিহারের প্রাক্তন মন্ত্রী আবদুল বারি সিদ্দিকি বলছেন, ‘আমার ছেলে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আর মেয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করেছেন। আমি আমার মেয়ে ও ছেলে দুজনকেই বলেছি যে যাতে বিদেশেই কাজ করে। আর যদি সম্ভব হয়, তাহলে সেদেশের নাগরিকত্ব নিতে হবে।’এরসঙ্গেই তিনি বলেন,'আমি তাঁদের বলেছি অবস্থা এমনই যে আমি জানি না যে তাঁরা এগুলি সহ্য করতে সমর্থ হবে নাকি হবে না।' বিহারের প্রাক্তন এই মন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, তাঁর ছেলে মেয়েরা দেশের বর্তমান পরিস্থিতিতে কী করবেন তা বুঝতে পারছেন না তাঁরা। তিনি বলছেন, 'আশা করি আপনারা বুঝতে পারছেন যে একজন বাবার পক্ষে এটা কতটা যন্ত্রণাদায়ক, যে তাঁর ছেলে মেয়েকে বলা যে তাঁদের মাতৃভূমি ছেড়ে চলে যাও। তবে সেই সময় চলে এসেছে।'

উল্লেখ্য, 'দৈনিত প্যায়ারি উর্দু' আয়োজিত এক সভায় অংশ নেন সিদ্দিকি। সেখানে বিহার কাউন্সিলের চেয়ারম্যান দেবেশ চন্দ্র ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল। সেই সময়ই এই মন্তব্য করেন সিদ্দিকি। সেই অনুষ্ঠান থেকে দেশের মুসলিমদের পরিস্থিতি নিয়ে এই আরজেডি নেতা মন্তব্য করেন। উল্লেখয, বিহারে বর্তমানে আরজেডি ও জেডিইউয়ের সরকার রয়েছে। নীতীশ কুমার ও তেজস্বী যাদবের জোট সরকার বর্তমানে সেখানে ক্ষমতায়। আর সেই শাসক জোট তথা শাসক জোটের শরিক আরজেডির প্রতিনিধি আবদুল বারি সিদ্দিকি।

 

 

 

 

বন্ধ করুন