২০১৪-১৫ সাল থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত এই ১০ বছরে দেশে কত কিলোমিটার রেললাইন পাতা হয়েছে, সেই অঙ্কটা শুনলে চমকে উঠবেন। সদ্য আরটিআই (রাইট টু ইনফরমেশন অ্যাক্ট) এর আওতায় রেলমন্ত্রকের কাছে গিয়েছিল বেশ কিছু প্রশ্ন। সেই তথ্যের জবাবে রেল জানিয়েছে গত ১০ বছরে দেশে মোট ২৭০৫৭.৭ কি.মি রেললাইন পাতা হয়েছে গোটা দেশে।
শিয়ালদা হোক বা হাওড়া, সদ্য প্রায়ই স্টেশনে, রেললাইনে নানান কাজের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে রেলযাত্রীদের। সেই থেকে প্রশ্ন উঠতেই পারে মনে, যে রোজ দেশে কতখানি করে রেললাইন পাতা হয়? এই প্রশ্নের উত্তর এসেছে রেলের তরফে। এক আরটিআইয়ের জবাবে জানানো হচ্ছে, প্রতিদিন গড়ে ৭.৪১ কি.মি রেললাইন পাতে ভারতীয় রেল। এই কাজের মধ্যে থাকে নতুন লাইন পাতা, লাইল ডবল করা, তিনটি লাইন করা, গেজ কনভারশান করা ইত্যাদি। এই তথ্য আরটিআই-এর আওতায় জানাতে চান মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌর। তিনি বলছেন,' আমি যখন ডেটা গণনা করি, দশ বছরে ট্র্যাক স্থাপনের কাজের দৈনিক গড় কিমি প্রায় ৭.৪১ কিলোমিটার আসে।' রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাম্প্রতিক প্রেস ব্রিফিংয়ের সময় বলেছিলেন যে ভারতীয় রেলওয়ে বর্তমানে প্রতিদিন প্রায় ১৫ কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করছে। সদ্য রেলমন্ত্রী বলেন, ‘ গত বছর, রেলওয়ে ৫২০০ কিলোমিটার নতুন ট্র্যাক যোগ করেছে যা সুইজারল্যান্ডের পুরো নেটওয়ার্কের সমতুল্য।’ এরই সঙ্গে তিনি বলেন,' এ বছর আমরা ৫,৫০০ কিলোমিটার যোগ করছি। ২০১৪ সালে প্রতিদিন ৪ কিমি থেকে, আমরা এখন নতুন ট্র্যাকগুলিতে প্রতিদিন প্রায় ১৫কিমি যোগ করছি।'
এদিকে, আরটিআইয়ে দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, ২০২২-২৩ সালেই শুধু রেলে ৩৯০১ কিমি রেলট্র্যাক পাতা হয়েছে ভারতে। এরমধ্যে রয়েছে ৪৭৩ কিলোমিটারের নতুন লাইন, ডবল লাইন রয়েছে ৩১৮৫.৫৩ কি.মির। গগ কনভারশান হয়েছে ২৪২.২ কি.মির হয়েছে। ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে এখনও ২০২১-২২ পর্যন্ত ডেটা দেখাচ্ছে এখনও, প্রসঙ্গত, এই সাইটেই এই ধরনের পরিসংখ্যান তুলে ধরা হয়। ২০২১ সালে কোভিডের ভয়াবহ পরিস্থিতির মাঝেও ভারতীয় রেল এগিয়ে গিয়েছে তার রেল ট্র্যাক পাতার কাজে। এক রেল অফিসার বলছেন, ‘২০২১ সালের জুলাই মাসে, অশ্বিনী বৈষ্ণবকে রেল মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তাঁর নেতৃত্বে রেলওয়ে ৩,৯০১ কিলোমিটার ট্র্যাক স্থাপন করে একটি ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছিল যা প্রতিদিন প্রায় ১০.৬৮ কিলোমিটার হয় অঙ্কের হিসাবে। ’